Forex Trading Library

GBPUSD 2016-05-13

0 188

GBP/USD-1.4415

আগের চার্ট অনুযায়ী মার্কেট পরিবর্তিত হয়ে ১.৪৩৭৫ পর্যন্ত দখল করতে সক্ষম হয়েছে এবং মার্কেট ট্রেড টাইম সিভিরাল পরিবর্তন ছাড়ায় সফল হয়েছে।
অন্যদিকে মার্কেট সংশোধনের মাধ্যমে পরিবর্তিত হয়ে ১.৪৩৭৫ এর উপরে অবস্থান অবস্থান করছে এবং মার্কেট ১.৪৪৮০ ও ১.৪৫৭৫ রেসিসটেন্স লেভেল এর মুখোমুখি রয়েছে।
মার্কেট যদি ১.৪৫৭৫ এর উপরে থাকে তাহলে bull টার্গেট ১.৪৭০০ জোন পর্যন্ত আসতে পারে বলে আশা করা যাচ্ছে।
অন্যদিকে মার্কেট যদি ১.৪৩৭০ এর নিচে আসে তাহলে পাউন্ড চাপের মধ্যে থেকে পরিবর্তিত হয়ে ১.৪১০০ জোন পর্যন্ত আসতে পারে।
এই সপ্তাহে মার্কেট পরিবর্তিত হয়ে ১.৪৪৫০ জোন পর্যন্ত সিভিরাল মুখোমুখি থেকে দৈনিক ভাবে বন্ধ হতে পারে,যদি এই জোনে দৈনিক বন্ধ হয় তাহলে পরিবর্তিত হয়ে আগামী সপ্তাহে ১.৪৩৭৫ এর নিচে আসতে পারে।অথবা আজকে US ECONOMIC FINGURE এ ভালো কিছু হতে পারে বলে আশা করা যাচ্ছে।

  Support Resistence
Level 1 1.4375 1.4450-70
Level 2 1.4290 1.4530-75
Level 3 1.4100 1.4670
Leave A Reply

Your email address will not be published.