Forex Trading Library

GBPUSD 2016-04-28

0 212

GBP/USD-1.4590

মার্কেট সংশোধনের মাধ্যমে পরিবর্তন করে আঘাত করতে সক্ষম হয়েছে এবং মার্কেট আগের অবস্থান থেকে পরিবর্তন করে ১.৪৪৭৫ জোন দখল করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
মধ্যদিবসে মার্কেট ট্রেডিং লেভেল শক্তিশালি ছিল এবং উভয় ট্রেডিং ১.৪৪৩০-১.৪৭২৫ জোন আঘাত করতে সক্ষম হয়েছে যখন এই ট্রেডিং জোনের আকৃতি দুই পরিস্থিতে এক হতে পারে।
প্রথম পরিস্থিতে, মার্কেট ১.৪৬২০ নিচে অবস্থান করছে অন্যদিকে মার্কেট সংশোধনের মাধ্যমে পরিবর্তন করে ১.৪৫২০-৪০ তে আঘাত করতে পারে এবং মার্কেট আগের অবস্থান থেকে পরিবর্তন করে ১.৪৬২০-৫০ জোন আসতে পারে,যদি মার্কেট ১.৪৪৭৫ নিচে অবস্থান করে তাহলে পরীক্ষিত ভাবে আগের অবস্থান থেকে ১.৪৪৩০ আসতে পারে বলে ধারনা করা হচ্ছে এবং পরবর্তীতে সংশোধনের মাধ্যমে ১.৪৬০০ জোন আসতে পারে বলে আসা করা হচ্ছে।
দ্বিতীয় পরিস্থিতি,যদি মার্কেট অগ্রিম ভাবে ১.৪৬৪০ উপরে দখল করতে পারে তাহলে এটি ১.৪৬৭০-১.৪৭২৫ রেসিসটেন্স জোন মুখোমুখি হতে পারে এবং পরবর্তীতে সংশোধনের মাধ্যমে পরিবর্তন করে ১.৪৫২০-৪০ জোন আসতে পারে বলে ধারনা করা হচ্ছে,

  Support Resistence
Level 1 1.4520-40 1.4620
Level 2 1.4475 1.4650-70
Level 3 1.4430 1.4710-30
Leave A Reply

Your email address will not be published.