Forex Trading Library

FX-এর টেকনিক্যাল পরিবর্তন সমূহঃEURUSD 1.13 সাপোর্ট পর্যন্ত দেখা যেতে পারে

0 163

EURUSD(1.13),গতকাল EURUSD-এর মূল্য সীমিত ছিল এবং Doji প্যাটার্ন এর কাছাকাছি বন্ধ হতে দেখা গেছে।গত শুক্রবার মার্কিন ডলার এর খুচরা বিক্রয় boost এর জন্য মূল্য ১.১৩০ লেভেল এর কাছাকাছি দেখা গিয়েছিলো।EURUSD যদি ১.৩০ এর নিচ থেকে ভাঙ্গতে সক্ষম হয় তাহলে নিম্নমুখীতে পরিবর্তিত হয়ে ১.১২২০ পর্যন্ত আসতে পারে এবং পরবর্তীতে minor সাপোর্ট এ বিদ্যমান থাকতে পারে।এই নিম্নমুখী অবস্থান থেকে সম্ভাবত medium term ঊর্ধ্বমুখীর দিকে আসতে পারে এবং নতুনভাবে ১.১৩০-১.১৩৭৩ রেসিসটেন্স এ আসতে পারে।অন্যদিকে যদি ১.১২০ এর নিচে আসে তাহলে পরবর্তীতে ১.১০৭-১.১০২৮৫ সাপোর্ট পর্যন্ত দেখা যেতে  পারে বলে আশা করা যাচ্ছে।

বিকল্প পদ্ধতিতে,সম্ভাবত বুলিশ ফ্ল্যাগ অবস্থানের জন্য EURUSD ঊর্ধ্বমুখীর দিকে পরিবর্তিত হতে পারে,কিন্তু এটি আবার ব্যর্থ হতে পারে,অন্যদিকে যদি ১.১৫৪এর উপরে বন্ধ হতে সক্ষম হয় তাহলে  পরীক্ষিত ভাবে EURUSD ১.১৬৩৮ পর্যন্ত আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

(EURUSD) 1.130 Support is holding up for now

(EURUSD) এখন 1.130 সাপোর্ট এর উপরে অবস্থান করছে।

USDJPY(109):USDJPY যতক্ষণ পর্যন্ত ১০৮.১৭-১০৭.৬৯ এর উপরে রয়েছে তা আর নিচে নামার সম্ভাবনা নেই বলে আশা করা যাচ্ছে। ১০৭ এর নিম্নবর্তীতে থেকে সল্পসময়ের জন্য সাপোর্ট লেভেল এর উপরে অবস্থান করতে দেখা যেতে পারে।তবে ১০৭ এর নিচে যদি বন্ধ হয় তাহলে পরবর্তীতে নিম্নমুখী পরিবর্তনের মাধ্যমে ১০৫ সাপোর্ট লেভেল আসতে পারে।USDJPY ঊর্ধ্বমুখী গঠন করতে চেষ্টা করছে এবং সাম্প্রতিক বুলিশ divergence এর জন্য ১০৭-১০৫ লেভেল পর্যন্ত আসতে পারে।ঘটনাক্রমে USDJPY পরিবর্তিত হয়ে ১১১.০ পর্যন্ত দেখা যেতে পারে এবং সম্ভাবত ১১২.৫-১১২.০ রেসিসটেন্স লেভেল পর্যন্ত আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

(USDJPY) – Supported above 107
(USDJPY) – Supported above 107

(USDJPY)-১০৭ সাপোর্ট এর উপরে রয়েছে।

GBPUSD(1.44):Median(মধ্যমা)লাইন থেকে ভেঙ্গে ক্ষতির মুখোমুখি থেকে  ১.৪৫১-১.৪৪৭সাপোর্ট/রেসিসটেন্স  ফিরে আসতে পারে।সাপ্তাহিক এর মধ্যমা লাইন থেকে মূল্য বৃহত্তর পর্যায় অবস্থান করতে পারে এবং শক্তিশালী লেভেল থেকে পরিবর্তিত হতে পারে(unless economic data from UK turns bullish enough to sustain the moves)।GBPUSD সম্ভাবত নিম্নবর্তীতে ১.৪২-১.৪১০ লেভেল পর্যন্ত আসতে পারে এবং গুরুত্ব পূর্ণ বিষয় হল,নির্ধারিত মূল্যে অবস্থান করতে পারে।

(GBPUSD) – Price near resistance of 1.45
(GBPUSD) – Price near resistance of 1.45

(GBPUSD)- এর মূল্য ১.৪৫ রেসিসটেন্স কাছাকাছি আসতে পারে।

USDCAD(1.28),এই অবস্থান থেকে পরিবর্তিত হয়ে ১.২৯৮৫-১.২৯২৩ রেসিসটেন্স পর্যন্ত দেখা যেতে পারে।আবার নিম্নমুখী পরিবর্তনের মাধ্যমে ১.২৬ পর্যন্ত দেখা যেতে পারে।Stochastics এ hidden divergence সাম্প্রতিক lower highs দেখা যেতে পারে এবং বিশেষ ভাবে তেলের মূল্য উচ্চ পর্যায় ঠেলাঠেলির জন্য নিম্নবর্তীতে দেখা যেতে পারে।USDCAD সম্ভাবত ranging pattern এর সাথে ১.২৮৬-১.২৬০-১.২৫২৫লেভেল পর্যন্ত দেখা যেতে পারে।

(USDCAD) – Hidden divergence and resistance at 1.2975
(USDCAD) – Hidden divergence and resistance at 1.2975

(USDCAD)-Hidden divergence এবং ১.২৯৭৫ রেসিসটেন্স।

USDCHF(0.977),USDCHF নিম্নমুখী তে পরিবর্তিত হতে পারে এবং key role এর সাথে মূল্য ০.৯৬১৮-০.৯৬০ লেভেল পর্যন্ত আসতে পারে।সল্পসময়ের জন্য নিম্নবর্তীতে দেখা যেতে পারে এবং মূল্য  ০.৯৮৪৮-৯৯২৮ রেসিসটেন্স এ আসতে পারে।higher low থেকে সম্ভাবত পরিবর্তিত হয়ে  ০.৯৬১৮-০.৯৬ সাপোর্ট এর কাছাকাছি দেখা যেতে পারে এবং নতুন ভাবে ঊর্ধ্বমুখী তে শুরু হতে পারে।

(USDCHF) – Likely to establish support at 0.96
(USDCHF) – Likely to establish support at 0.96

USDCHF-সম্ভাবত ০.৯৬ সাপোর্ট পর্যন্ত দেখা যেতে পারে।

Leave A Reply

Your email address will not be published.