Forex Trading Library

জুন মাসে গোল্ড এর হার বৃদ্ধি পেতে পারে বলে প্রত্যাশা করা যাচ্ছে

0 555

গোল্ড দুর্বল অবস্থা থেকে সংশোধনের মাধ্যমে ঊর্ধ্বমুখীতে শুরু হতে দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে,পরীক্ষিত ভাবে ১১৫০-১১৯০ সাপোর্ট থেকে খুব সম্ভাবত Hawkish Fed এর জন্য হার ঊর্ধ্বমুখী পর্যায় দেখা যেতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

প্রথম প্রান্তিকে শক্তিশালী ধারায় থাকার শর্তে পরে গোল্ডের মূল্য মে মাসের মাঝামাঝি সময়ে দুর্বল পর্যায় অবস্থান করছিলো এবং পরবর্তীতে $১৩০৩.৮০ এর উপরে আসতে সক্ষম হয়েছিলো।গোল্ডের মূল্য নিম্নবর্তী ট্রেডিং এ ঠেলাঠেলির জন্য $১২৫০হ্যান্ডেল এর নিচে অবস্থান করছে এবং আগামী সপ্তাহে Hawkish rhetoric বৃদ্ধির জন্য ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের ধারনা গোল্ডের মূল্য চাপের মুখে পরতে পারে।যার কিছুটা পূর্বাভাস  এপ্রিল মাসে মিটিং মিনিটস এর দেখা গিয়েছিলো এবং বিভিন্ন ভোটদানকারী সদস্যদের ধারনা যে Fed জুন মাসে সম্ভাবত হার বৃদ্ধি করবে,এদিকে গোল্ডের দুর্বল পর্যায় অবস্থানের সময় মার্কিন ডলার শক্তিশালী ধারায় অবস্থান করতে করছিলো।

মজার বিষয় হল,গোল্ড শুরুর দিকে বুলিশ কল কে ব্যর্থ করতে সক্ষম হয়েছে যেন বিয়ারিশ কল আবার অতিক্রম করতে না পারে।এই সপ্তাহে,Citi group শুরুর প্রথম পর্যায় বিয়ারিশ rhetoric এর জন্য বন্ধ হতে দেখা যেতে পারে,’’এখানে দেখার মত কোন কারন নেই কেন গোল্ড এর ট্রেড $ ১০৫০ এর বেশী যাবেনা অথবা যদি US$-DXY এর বৃদ্ধি পায় তাহলে ১০০ লেভেল থেকে ফিরে আসতে পারে(এখন৯৫.৩ পর্যন্ত রয়েছে)।তাছাড়াও গোল্ড $১০০০ এর নিচে অবস্থান করতে দেখা যেতে পারে যদি US$-DXY ১০০ লেভেল এর উপরে বৃদ্ধি পায়’’। Citi group প্রত্যাশা করছে যে মার্কিন ডলার ১০০ লেভেল এর ঊর্ধ্বমুখীতে  ফিরে আসতে পারে এবং গোল্ড $১০০০ এর নিচে নেমে যেতে পারে,যা সেপ্টেম্বার ২০০৯ সালে শেষ বার দেখা গিয়েছিলো।

তবে,যেকোনো সময় গোল্ড অপ্রত্যাশিত ভাবে $১০০০ টার্গেট পর্যন্ত দেখা যেতে পারে।এই বছরের মাঝামাঝি সময় বুলিশ শক্তিশালী ধারায় দেখা যেতে পারে এবং খুব সম্ভাবত গোল্ডের মুল্যের উপর চাপের মুখোমুখি থেকে ১১৫০-১১৯০ টেকনিক্যাল সাপোর্ট পরীক্ষা করতে পারে বলে ধারনা করা যাচ্ছে।এটি বিনিয়োগকারীদের জন্য খুবী গুরুত্ব পূর্ণ একটি সাপোর্ট ।

গোল্ডের টেকনিক্যাল পরিবর্তন সমূহঃ-

গোল্ড সাপ্তাহিক চার্টের সাথে শুরু হতে পারে,গোল্ড ঊর্ধ্বমুখী ট্রেন্ড লাইন ভাঙ্গতে দেখা যাচ্ছে এবং ১২৩০ সাপোর্ট লেভেল এর কাছাকাছি রয়েছে।যদি সাপ্তাহিক ভাবে এই লেভেল এর নিচে বন্ধ হয় তাহলে পরিবর্তিত হয়ে ১১৭২-১১৬৪ সাপোর্ট পর্যন্ত আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।তবে সল্পসময়ের জন্য  পরবর্তীতে গোল্ড নিম্নবর্তীতে দেখা যেতে পারে এবং খুব শিগ্রহ ১২৬১.৩৫-১২৫৩.৭৫ পর্যন্ত ফিরে আসতে পারে বলে আশা করা যাচ্ছে।বাউন্স ১২৩০ সাপোর্ট এ বন্ধ রয়েছে এবং ১২৩০ এর নিম্নবর্তী থেকে পরিবর্তিত হয়ে শক্তিশালী গতিবেগের জন্য  পরীক্ষিত ভাবে ১২৫৩.৭৫ পর্যন্তে ফিরে আসতে পারে বলে আশা করা যাচ্ছে।

1-XAUUSD_W_250516

গোল্ড-সাপ্তাহিক চার্ট অনুযায়ী,Wedge এর বৃদ্ধি থেকে মূল্য পরিবর্তিত হতে পারে।

দৈনিক চার্ট অনুযায়ী,সাম্প্রতিক ১২৩০-১২২৪ সাপোর্ট এর কাছাকাছি অবস্থান করতে দেখা যাচ্ছে।দৈনিক doji অথবা বুলিশ পরিবর্তিত হয়ে সাম্প্রতিক সাপোর্ট এর কাছাকাছি অবস্থান করে তাহলে গোল্ডের মূল্য পূর্বের ১২৬১.৩৫-১২৫৩.৭৫ সাপোর্ট লেভেল এ ফিরে আসতে পারে।RSI ধারনা মতে বিয়ারিশ divergence সাম্প্রতিক লেভেল এ অবস্থান করতে পারে এবং সল্পসময়ের মধ্যে সংশোধনের মাধ্যমে খুব সম্ভাবত এই পরিবর্তন বাতিল করতে পারে।অন্যদিকে ১১৭২-১১৬৪ পর্যন্ত পরীক্ষা করতে পারে এবং ১২০০ সাপোর্ট থেকে  ধীর গতিতে নিম্নবর্তীতে নেমে আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

XAUUSD

গোল্ড-দৈনিক চার্ট অনুযায়ী,মূল্য ১২৩০-১২২৪ সাপোর্ট পর্যন্ত রয়েছে।

সল্পসময়ের মধ্যে গোল্ডের মূল্য ঊর্ধ্বমুখী তে দেখা যেতে পারে,খুব সল্পসময়ের মধ্যে গোল্ডের মূল্য দীর্ঘ মেয়াদি বিয়ারিশ ট্রেন্ড থেকে পরিবর্তিত হতে পারে।অন্যদিকে  বুলিশ এর অবস্থান পরিবর্তিত হতে পারে এবং  ১১৯০-১১৫০ সাপোর্ট লেভেল এর কাছাকাছি  নেমে আসতে পারে,একটু ব্যাখ্যা করে বললে এই সাপোর্ট লেভেল পূর্বের রেসিসটেন্স কে পরীক্ষা করতে পারে এবং পূর্বের quarter থেকে আগামী মাসে নতুন ভাবে দেখা যেতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.