Orbex ওয়েবসাইটে কুকি ব্যবহার করে এবং আমাদের কুকি নীতি গ্রহন করে আপনিও ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন,আরও জানতে পারেবেন এখানে ক্লিক করুন
ঝুঁকি সম্পর্কিত সতর্কতা : FX ও CFD ট্রেডে রয়েছে উচ্চ মাত্রার ঝুঁকি
ত্রূটি:
প্রতিদিন সবচেয়ে ভাল ফরেক্স ট্রেডিং তথ্য পেতে ও মার্কেটের অবস্থা আপডেট পেতে আমাদের নিউজ লেটারের গ্রাহক হোন
নিম্নলিখিত শর্তাবলী Orbex Limited এর সঙ্গে আপনার চুক্তি একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে এবং এটি যত্নসহকারে পড়তে হবে; যে সব ক্লায়েন্টরা তা মেনে চলতে ব্যর্থ হন, Orbex Limited তার দায় বহন করে না। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
মার্কেট ওয়াচ যাতে সঠিক হয় তা নিশ্চিত করার জন্য Orbex কঠোর পরিশ্রম করে এবং অনেকগুলি প্রধান ব্যাংক/লিকুইডিটি প্রোভাইডার/এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত মূল্য স্থির করা হয়.কোন একটি অথবা সব CFDর জন্য এক বা একাধিক প্রাইস প্রোভাইডার বন্ধ হওয়া/ব্যর্থতার ক্ষেত্রে,এমন উদ্ধৃতি প্রদান করা হবে, যাতে প্রতি CFD-র বর্তমান বিড(Bid) ও আস্ক (Ask) দাম সম্বন্ধে সংস্থার চিন্তাধারা প্রতিফলিত হয়; আমরা প্রতিশ্রুতি দেব না যে আমাদের ধার্য মূল্যই মার্কেটে লভ্য শ্রেষ্ঠ মূল্য।
ক্লায়েন্ট এই পর্যন্ত সম্মত যে আমাদের মার্কেট ওয়াচ শুধুমাত্র বর্তমান মার্কেট এর একটি সূচক এবং এই সেবা সংক্রান্ত কোন ভুল বোঝাবুঝি হলে, Orbex অপারেশনস ডেটাতে ফেরত পাঠানো আবশ্যক।
উপরন্ত,সব ট্রেড করা ইনস্ট্রুমেন্ট গুলির চার্ট পূর্ব নির্ধারিত স্প্রেড অনুযায়ী বানানো হয়, এবং আপনার অ্যাকাউন্টের ধরণ অনুযায়ী, মার্কেট ওয়াচে প্রদর্শিত মুল্য থেকে এটি ভিন্ন হতে পারে, কারণ মার্ক-আপ এর পার্থক্য।
Orbex ক্লায়েন্টদের সব ইনস্ট্রুমেন্ট এর উপর প্রতিযোগিতামূলক স্প্রেড প্রদান করে, কিন্তু কদাচিৎ কিছু অথবা সব ইনস্ট্রুমেন্ট এ স্বল্প বৃদ্ধি করে; তারা শ্রেষ্ঠ লভ্য মার্কেট অবস্থা এবং অভেদ্য স্প্রেড প্রদান নিশ্চিত করে, যেহেতু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের একটি হল, আপনার অর্ডারগুলি শ্রেষ্ঠ মার্কেট মূল্যে এক্সিকিউট নিশ্চিত করা এবং আপনি যাতে লভ্য অভেদ্য স্প্রেড পান।
অর্ডার এক্সিকিউশনের সময়, আপনার অ্যাকাউন্টের প্রকার অনুযায়ী, শ্রেষ্ঠ লভ্য মার্কেট মূল্যের উপর আমাদের মার্ক-আপ প্রয়োগ করা হয়, সব ট্রান্সপারেন্ট মার্ক-আপ নিচের তালিকায় প্রকাশিত করা হয়,যা মার্ক-আপ এর মূল্য কে,প্রতিটি অ্যাকাউন্ট প্রকার এবং মুদ্রা জোড় এর জন্য, পিপ-এর ভগ্নাংশ হিসাবে প্রদর্শন করে।
অর্ডার এক্সিকিউশনের সময়, আপনার অ্যাকাউন্টের প্রকার অনুযায়ী, শ্রেষ্ঠ লভ্য মার্কেট মূল্যের উপর আমাদের মার্ক-আপ প্রয়োগ করা হয়। ফলে, নিচের তালিকায় দেখান স্প্রেডের উপর মার্ক-আপের প্রভাব,যা প্রতিটি অ্যাকাউন্ট প্রকার এবং মুদ্রা জোড় এর জন্য পিপ-এ সর্বনিম্ন সম্ভাব্য স্প্রেড প্রদর্শন করে,আমাদের স্প্রেডগুলি পরিবর্তনশীল, এই বিবেচনা করতে হবে। নিচের তালিকায়, প্রতিটি অ্যাকাউন্ট প্রকার এবং মুদ্রা জোড় এর জন্য,সর্বশ্রেষ্ঠ লভ্য স্প্রেড(যত কম) প্রদর্শিত হল:
Orbex ক্লায়েন্টদের ট্রেডিং অ্যাকাউন্টে, পুর্বে খোলা পজিশনস এর বিপরীত দিকে পজিশনস খোলা,অনুমোদন করে,ক্ষতি কমাতে এবং কখন মার্কেট এ ঢুকবে পরে তার সিদ্ধান্ত নিতে।
অনুরূপ ফিউচার OTC কনট্র্যাক্টর দ্বারা,কোন ইনস্ট্রুমেন্ট এর হেজিং নিষিদ্ধ (সোয়াপ-ফ্রি অ্যাকাউন্টস এর জন্য),কারণ এর দ্বারা সোয়াপ বিহীন সুবিধার, সুযোগ গ্রহণ এবং সোয়াপ থেকে লাভ করার একটি প্রচেষ্টা প্রকাশিত হয়, এই ধরণের এক দিকের হেজ অবিলম্বে বন্ধ করতে হবে। যদি ক্লায়েন্ট এমন প্রথা রদ করার জন্য পদক্ষেপ নিতে ব্যর্থ হন,দুর্ভাগ্যবশত তাহলে Orbex আর কোন নোটিশ ছাড়া এই অ্যাকাউন্টগুলি বন্ধ করতে অথবা অন্য পদক্ষেপ নিতে (অলক্ষ্য সোয়াপগুলি থেকে কেটে নেওয়া অথবা অন্য কোন উপায়) বাধ্য হবে।
প্রয়োজনীয় মার্জিন মূল্যের উপর প্রভাব না ফেলে,হেজেড পজিশনগুলি ট্রেডিং অ্যাকাউন্টে থাকবে,যেহেতু প্রতিটি ইনস্ট্রুমেন্ট এর জন্য প্রয়োজনীয় মার্জিন একটি নির্দিষ্ট মুহূর্তে খোলা নিট পজিশন অনুযায়ী গণনা করা হয়।
নিম্নলিখিত অর্ডারগুলি ক্লায়েন্ট কে দেওয়া হতে পারে:
সব ফিউচার ট্রেড কে মার্কেট অর্ডার হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, এবং সম্পাদনের সময় অনুরূপ এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত মার্কেট মূল্য অনুযায়ী সম্পাদিত হয়; উপরন্তু এক্সচেঞ্জ ফী প্রযোজ্য হতে পারে।
রোলওভার: ফিউচার-OTC কনট্র্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে রোল ওভার হবে না, ক্লায়েন্টের থেকে রোলওভার এর অনুরোধ ও গ্রহণ করা হবে না; যদি কোন ক্লায়েন্টের কোন ফিউচার-OTC পজিশন/স এ রোলওভার প্রয়োজন হয়,চুক্তিতে কনট্র্যাক্টতে কোন খোলা পজিশন বন্ধ করা যেতে পারে এবং প্রতি চুক্তির জন্য,পরের কাছাকাছি ফিউচার-OTC চুক্তি শেষ ট্রেডিং দিনের আগে পুনরায় খোলা যেতে পারে। লভ্য ফিউচার ইনস্ট্রুমেন্ট:
যেখানে মার্জিন, কনট্র্যাক্ট সাইজ এবং নির্দিষ্ট সাধারণ চুক্তি ওয়েবসাইটের মার্কেট অংশে প্রদর্শিত এবং পর্যায়ক্রমে আপডেট করা হয়।
এর দ্বারা বোঝানো হবে লেনদেনের পরিমাণ ও প্রাথমিক সূচকের একটি অনুপাত, ১:১০০ অনুপাত মানে একটি অবস্থান খুলতে হলে, প্রাথমিক সূচক হতে হবে মূল চুক্তির মূল্যের এক শতাংশ।
১(এক) মান লট আয়তন হল প্রত্যেক সিএফডি চুক্তির নির্ধারিত পরিমাপের একক। লেভারেজ হার পছন্দ করে যাবে ১:১ হতে ১:৫০০ ের মধ্যে সিএফডি এর ধরণ, একাউন্টে সক্রিয় লেনদেনের পরিমাণ এবং প্রতিষ্ঠানের বিবেচনার ওপর নির্ভর করে। মক্কেল একাউন্ট খোলার সময়, লেভারেজ হার 1:30 পূর্বনির্ধারিত থাকে। মক্কেল তার একাউন্টের লেভারেজ বদলাতে পারে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে। প্রতিষ্ঠান নিজের বিবেচনায় মক্কেলের একাউন্টের লেভারেজ বদলে দেওয়ার অনুমতি দিতে পারে। তার সাথে, প্রতিষ্ঠান, নিজস্ব বিবেচনায়, মক্কেলকে কোন অগ্রিম বিজ্ঞপ্তি না দিয়েই মক্কেলের একাউন্টের লেভারেজ বদলে দিতে পারে।
আপনার একাউন্টের ধরন কিংবা আপনার একাউন্টে যত অর্থ আছে তার নির্বিশেষে, লেনদেনের জন্য বরাদ্দকৃত লেভারেজ নিরধারিত হবে যে কোন সময়ে আপনার সক্রিয় লেনদেনের পরিমাণের ওপর। লেনদেনের পরিমাণ একটি পরিসর পার করলে, লেনদেনের প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে আপনার লেভারেজ সমন্বয় করে দিবে নিম্নের তালিকা অনুযায়ী।
* CySec বিধিমালা অনুযায়ী সকল অ্যাকাউন্টের স্বাভাবিক (ডিফল্ট) ঋণ সুবিধার হার (লিভারেজ) হল 1:30 । শুধুমাত্র গ্রাহকের অনুরোধ সাপেক্ষেই বেশি ঋণের সুবিধা প্রদান করা হয় এবং তা শুধুমাত্র আমাদের একছত্র বিবেচনা অনুযায়ী প্রদান করা হবে।
** পেশাদারী অ্যাকাউন্টগুলি পৃথকভাবে পরিচালিত হবে এবং উপরোক্ত লিভারেজের নিয়ম নাও অনুসরণ করতে পারে।
উচ্চ পর্যায়ের লিভারেজের সদ্ব্যবহার আপনার ট্রেডিং এর সম্ভাবনা আরো প্রসারিত করতে পারে এবং বড় লাভ যেমন, আবার বেশি ঝুঁকিও হতে পারে ;আপনার লেনদেন চালু এবং বন্ধ করার সময় কঠোর ট্রেডিং কৌশল অনুসরণ করলে ঝুঁকি কম করা যেতে পারে। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে একজন লাইভ সাপোর্ট রিপ্রেসেনটেটিভ এর সঙ্গে কথা বলুন, অথবা আমাদের করপোরেট ওয়েবসাইটের যোগাযোগ করুন অংশে বিস্তারিত দেখুন।
ক্লায়েন্টকে প্রতিটি CFD এর জন্য Orbex করপোরেট ওয়েবসাইট এ চুক্তি নির্দিষ্টকরণ অংশে ঘোষিত নিয়ম মেনে চলতে হবে,সেই সঙ্গে মার্জিন প্রয়োজনীয়তা গুলি; এবং ক্লায়েন্ট কে প্রাথমিক মার্জিন সেই লিমিটের মধ্যে প্রদান করতে হবে এবং বজায় রাখতে হবে,যা এই কোম্পানি তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে নির্ধারণ,স্থির অথবা পরিবর্তন করতে পারে।
মার্জিন কিভাবে হিসাব করা হয় সেটি বুঝেছেন কিনা তা নিশ্চিত করা ক্লায়েন্টের দায়িত্ব।
মার্জিন রিকুইরমেন্ট সহ প্রতিটি CFDএর জন্য কনট্র্যাক্ট নির্দিষ্টকরণ অংশে যেকোনো লিখিত বিষয় পরিবর্তন করার অধিকার Orbex এর আছে, এবং এই পরিবর্তন গুলি উভয় নতুন এবং বর্তমান/ওপেন পজিশনস/ট্রেডস এর উপর কার্যকর হতে পারে; যা অভ্যন্তরীণ মেইল মেসেজ মাধ্যম দ্বারা অথবা কোম্পানির করপোরেট ওয়েবসাইটে ঘোষণা করা হতে পারে; যদিনা অপরিহার্য পরিস্থিতি ঘটে থাকে।
অপরিহার্য পরিস্থিতির ক্ষেত্রে, ক্লায়েন্ট কে পূর্বে লিখিত নোটিস ছাড়াই, মার্জিন প্রয়োজনীয়তা পরিবর্তন করার অধিকার Orbex এর আছে। এই পরিস্থিতিতে, কোম্পানির অধিকার আছে,নতুন পজিশন এবং ইতিমধ্যে খোলা পজিশনের উপর নতুন মার্জিন প্রয়োজনীয়তা প্রয়োগ করার।
যদি কোন সময় ইকুইটির সঙ্গে মার্জিনের অনুপাত 5% এর নিচে চলে যায়,ক্লায়েন্টের অনুমতি অথবা কোন পূর্ব লিখিত নোটিস ছাড়াই,ক্লায়েন্টের কোন একটি অথবা সব ওপেন পজিশন বন্ধ কড়ে দেওয়ার অধিকার Orbex এর আছে। ক্লায়েন্ট এই ধারা লঙ্ঘন করেছে কিনা সেটি নির্ধারণ করার জন্য, এখানে উল্লেখ করা কোন অঙ্ক যা ক্লায়েন্ট অ্যাকাউন্টের মুদ্রায় ডিনোমিনেট করা হয়নি,সেগুলি সংশ্লিষ্ট এক্সচেঞ্জ রেট এ ক্লায়েন্ট অ্যাকাউন্টের মুদ্রায় রূপান্তরিত করে, ক্লায়েন্ট অ্যাকাউন্ট মুদ্রায় ডিনোমিনেট করা হিসাবে গণ্য করা হবে,ফরেন এক্সচেঞ্জ মার্কেট এ স্পট ডিলিং এর জন্য।
ক্লায়েন্ট যদি মনে করেন যে তিনি সময়মত মার্জিন পরিশোধ দিতে অক্ষম,এই কোম্পানিকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার দায়িত্ব তাঁর।
ক্লায়েন্টের জন্য মার্জিন কল করার কোন বাধ্যতা কোম্পানির নেই।
কোম্পানি যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট জড়িত লেনদেন এর ব্যবস্থা অথবা সম্পাদন করে, ক্লায়েন্টের সচেতন থাকা উচিত যে এই লেনদেনের প্রকৃতির উপর নির্ভর করে,তিনি আরও পরিশোধ করার জন্য বাধ্য হতে পারেন,যখন লেনদেন সম্পন্ন হতে ব্যর্থ অথবা তার আগে নিষ্পত্তির উপর অথবা তাঁর পজিশন বন্ধ হয়ে যাওয়া। ইনস্ট্রুমেন্ট ক্রয়মূল্যের বিনিময়ে,মার্জিন হিসাবে তাঁর আরও ভ্যারিএবল পরিশোধ দেওয়ার প্রয়োজন হতে পারে,অবিলম্বে সম্পূর্ণ ক্রয়(অথবা বিক্রয়) মূল্য পরিশোধ করার (অথবা প্রাপ্তির) পরিবর্তে। ক্লায়েন্টের বিনিয়োগের মার্কেট মূল্যের গতিবিধি,তাঁকে যে পরিমাণ মার্জিন পরিশোধ করতে হবে তার উপর প্রভাব ফেলবে। ক্লায়েন্ট কোম্পানির চাহিদা মত মার্জিন হিসাবে সেই অঙ্কের টাকা দিতে সম্মত,কোনো সংশ্লিষ্ট মার্কেটের নিয়ম অনুসারে যা থেকে থেকে দেওয়া প্রয়োজন(যদি প্রযোজ্য) অথবা এই চুক্তি অনুসারে কোম্পানির বিবেচনায় যুক্তিসংগতভাবে নিজেকে লোকসান অথবা বর্তমান, ফিউচার অথবা মনস্থ করা লেনদেনের লোকসানের ঝুঁকি থেকে রক্ষা করার প্রয়োজনে।
একটি নির্দিষ্ট মূল্যে এক্সিকিউট করা কোনো ট্রেড স্লিপেজ এর অন্তর্গত যা পাঠান প্রত্যাশিত মূল্যের অথবা ক্লায়েন্ট দ্বারা পুর্বনির্ধারিত মূল্যের থেকে ভিন্ন। অত্যন্ত পরিবর্তনশীল মার্কেট অবস্থায় এটি ঘটতে পারে (কিন্তু সীমাবদ্ধ নয়) যেমন অর্থনৈতিক অথবা রাজনৈতিক সংবাদ; পরবর্তী সেরা মার্কেট মূল্যে অর্ডারটি পূরণ করা হবে কারণ, কিন্তু সীমাবদ্ধ নয়- আকাঙ্ক্ষিত/পূর্বনির্ধারিত অর্ডার মূল্য লভ্য নয়, অথবা যেহেতু ট্রেড করা ইনস্ট্রুমেন্টের সংশ্লিষ্ট বিনিময়ে উচ্চ স্প্রেড পার্থক্য প্রয়োগ করা হয়েছে।
স্বাভাবিক মার্কেট অবস্থায় Orbex স্লিপেজ প্রয়োগ করে না, এবং স্টপ পেন্ডিং এন্ট্রি অথবা লিকুইডেশন অর্ডার এর উপর প্রয়োগ করে সেই সময় যখন Orbex বন্ধ থাকে অথবা যখন -কিন্তু সীমাবদ্ধ নয় – উইকেন্ড অথবা ব্যাংক হলিডে আছে,আন্তর্জাতিক অর্থনৈতিক ঘটনা অথবা মার্কেট এর অস্থির গতিবিধি। এই ক্ষেত্রে, Orbex যা উপযুক্ত ওপেনিং মূল্য খুঁজে পাবে, তাতেই স্টপ অর্ডার পূরণ করা হবে।
স্বীকার করতে হবে যে, স্লিপেজ লিকুইডিটি প্রদানকারীদের শর্তাবলী অনুযায়ী ঘটতে পারে এবং এইটি Orbex লিমিটেডের নিয়ন্ত্রণের বাইরে এবং প্রতিটি ক্লায়েন্ট এর দ্বারা যথাযোগ্য কোন ক্ষতি বা ব্যয় বা ক্ষতি বিষয়ী উদ্ভূত হতে পারে,এর জন্য Orbex লিমিটেড কোনো ভাবে দায় নিতে সম্মত হবেনা, বা এই সম্পর্কে সরাসরি বা পরোক্ষভাবে উদ্ভূত কিন্তু এই ধরনের শর্তাবলী সীমাবদ্ধ থাকবে না.
যেকোন ট্রেড করা CFD-র ক্লায়েন্ট দ্বারা বাস্তবিক প্রাপ্তি, সারা পৃথিবীতে একটি নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট এ।
Orbex ট্রেডিং প্ল্যাটফর্মে, কোন ধরে রাখা, খোলা অথবা বন্ধ পজিশনের ডেলিভারি দেয় না।
স্ক্যাল্পিং এমন একটি কৌশল যেখানে লেনদেনকারী খুদ্র পরিসরে ও স্বল্প মূল্য ব্যবধানের সুযোগ নেবার চেষ্টা করে অল্প সময়ে এই স্বল্প মূল্য ব্যবধানে অধিক পরিমাণ লেনদেন করে।
স্ক্যাল্পিং করা যাবে পরিবর্তনশীল স্প্রেড একাউন্টে। অনুগ্রহপূর্বক এ আমাদের একাউন্টের ধরণের তালিকা পড়ুন।
যাহোক, অরবেক্স নির্দিষ্ট স্প্রেড একাউন্টে স্ক্যাল্পিং করার অনুমোদন দেয় না(ক্লাসিক একাউন্ট)। যদি অরবেক্স একজন ক্লাসিক একাউন্ট ধারীকে স্ক্যাল্পার বা পিপ হান্টার হিসেবে শ্রেণীভুক্ত করে, তবে প্রতিষ্ঠান, নিজস্ব বিবেচনার ভিত্তিতে, কোনও আগ্রিম লিখিত বিজ্ঞপ্তি ছাড়া, নিম্নের কোন পদক্ষেপ নিতে পারে:
উল্লেখিত পরিস্থিতি যখন ক্লায়েন্ট একটি পজিশন খোলে এবং খুব অল্প সময়ে বন্ধ করে দেয়,সাধারণত মার্কেটের ভুল স্পাইক এ ট্রেডিং করে অথবা ইঙ্গিতবাহী মূল্যের সুযোগ নেয়।
স্ক্যালপিং ক্লায়েন্টদের মত Orbexএর নিজস্ব বিবেচনায়,নিজেকে রক্ষে করার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা নেবার অধিকার আছে এবং পূর্বে লিখিত কোনো নোটিস ছাড়াই, যেহেতু এই কার্যকলাপ নিষিদ্ধ।
অরবেক্স আর্থিক খবর মুক্তির সময় ও পূর্বে বাজারে লেনদেনদের ফরমাশ গ্রহণ করে।
কিন্তু, আর্থিক খবর প্রকাশের পূর্বমুহূর্তে ফরমাশ করা অনুমোদিত না, এবং এসব প্রত্যাখ্যান, মুছে ফেলা অথবা তাৎক্ষনিক বাজারের উৎকৃষ্ট মুল্লে গ্রহণ করা হতে পারে।
জরুরি প্রয়োজনে ফোনের মাধ্যমে ট্রেডিং করার অনুমতি Orbex দিয়ে থাকে; ডিলিং ডেস্ক এর মাধ্যমে সব টেলিফোন কল, রেকর্ডিং সিস্টেম দ্বারা রেকর্ড করা হয়; রেকর্ডগুলি 10দিন রাখা হয়। মূল্য উদ্ধৃতির অনুরেধ, অর্ডার দেওয়া এবং এক্সিকিউশন, নিশ্চিত করা এবং যেকোনো ট্রেডিং সংক্রান্ত বিষয়ে কথোপকথন ও সাধারণত রেকর্ড করা হয়,একটি ট্রেডিং অর্ডারের ডেলিভারি এবং এক্সিকিউশনের সঙ্গে জড়িত সকল পক্ষের, সততা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য।
ফোন করে ডিলিং ডেস্ক এ অর্ডার দেওয়ার নির্দেশাবলী:
এক্সপার্ট অ্যাডভাইসর এবং ট্রেলিং স্টপ সুবিধা পুর্বনির্ধারিত ভাবে সক্রিয়। তাদের কোন তালিকাভুক্ত ট্রেডিং শর্ত লঙ্ঘন করা উচিত নয়, এবং উপরন্তু, নিম্নলিখিত শর্তগুলি প্রযোজিত:
একটি একাউন্ট ধরণের স্টপ অউট মাত্রা নির্ধারণ করতে হলে, অনুগ্রহপূর্বক নিম্নের তালিকা পড়ুন।
তার সাথে, উল্লেখ্য যে স্টপ আউট করা একাউন্টে সকল বিচারাধীন ফরমাশ মুছে দেয়া হবে, এবং ধার পরিশোধের পর যেকোনো ঘাটতি অরবেক্স পূরণ করবে।
ইসলামিক শারিয়া আইন মেনে চলার জন্য Orbex ইসলামিক(সোয়াপ বিহীন) অ্যাকাউন্ট প্রদান করে; এটি সব ট্রেডার,যারা একাধিক দিন তাদের পজিশন ধরে রাখে,সোয়াপ অথবা রাত্রিকালীন ফী এর কথা না জেনেই ,তাদের জন্য আরও একটি সুবিধা; এইভাবে, একটি ট্রেডিং অ্যাকাউন্ট একাধিক দিন একটি পজিশন ধরে রাখার জন্য, টাকা দেবে না অথবা পাবে না ।
কোন ক্লায়েন্ট যিনি তাঁর অস্থায়ী পজিশন একটি দীর্ঘ সময়ের জন্য ধরে রেখে এই সুবিধার অপব্যবহার করবেন,সোয়াপ-বিহীন সুবিধার সুযোগ নেবেন এবং সোয়াপ থেকে লাভ করবেন, অবিলম্বে তাঁকে অস্থায়ী পজিশন বন্ধ করতে হবে, স্মরণ রাখতে হবে যে এই ফী গুলি Orbex কে নিয়ন্ত্রণ করতে হয় এবং ক্লায়েন্ট দ্বারা দেওয়া নয়।
অধিকন্তু, সংশ্লিষ্ট ফিউচার CFD দ্বারা একটি মুদ্রা জোড়ার হেজিং নিষিদ্ধ,কারণ এটি সোয়াপ বিহীন সুবিধার সুযোগ নেওয়ার এবং সোয়াপ থেকে লাভ করার প্রচেষ্টাও বোঝায়;এই ধরণের এক দিকে হেজ অবিলম্বে বন্ধ করা উচিত।
এছাড়াও কিছু ইন্সট্রুমেন্টকে দৈনিক স্টোরেজ ফীজ চার্জ করা হবে , নিচে যেমন ব্যাখ্যা করা হয়েছে :
যদি ক্লায়েন্ট এমন পদ্ধতি এড়ানোর জন্য পদক্ষেপ নিতা ব্যর্থ হন,দুর্ভাগ্যবশত Orbex এই অ্যাকাউন্টগুলি বন্ধ করতে অথবা কোন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে, পূর্ব লিখিত নোটিশ ছাড়াই।
Orbexএর ক্লায়েন্টরা দিনে 24 ঘন্টা, সোমবার 00:00 থেকে শুক্রবার 23:30(সাইপ্রাস সময়) পর্যন্ত ট্রেড এক্সিকিউট করতে পারে,কিছু ইনস্ট্রুমেন্ট ব্যতীত, যেগুলি বিভিন্ন সময়ে থামে যেমন একটি বিরতি;ট্রেডিং এর সময়তালিকা এবং প্রতিটি ইনস্ট্রুমেন্ট এর জন্য আরও বিশেষ আলোচনা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে লভ্য। মার্কেট ছুটির দিন অথবা সিস্টেম মেন্টেন্যান্সের প্রয়োজনে, ট্রেডিং এর সময়ের কোন পরিবর্তন ঘটে, তা ক্লায়েন্টকে আগাম জানিয়ে দেওয়া হবে।
Orbex এক ধরনের অর্ডার এক্সিকিউশন (মার্কেট এক্সিকিউশন) অফার করতে যাচ্ছে, সকল ধরনের কর্পোরেট এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট জন্য. সকল অর্ডার ন্যায্য বাজার মূল্য অনুযায়ী পূরণ করা হবে.
মার্কেট এক্সিকিউশন সম্পর্কে নীচের টেবিলে উল্লেখ করা হল:
*স্বাভাবিক মার্কেট অবস্থায় না পেলে অন্যথায় পরবর্তী ভাল মার্কেট অর্ডার মূল্যে এক্সিকিউট করা হবে।
** মূল্য অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী পরিবর্তিত হতে পারে
*** স্বাভাবিক মার্কেট অবস্থায়
যে সব ক্লায়েন্ট কোন ট্রেডিং এর ত্রুটি রিপোর্ট করতে চান, তাদের অনুরোধ করা হচ্ছে যে অনুগ্রহ করে dealingdesk@Orbex.com এ ইমেল পাঠান অথবা সরাসরি ফোন করুন।
ক্লায়েন্টের উচিত এই নিম্নলিখিত তথ্য প্রদান করা যাতে কোন জটিলতার ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারি।
ত্রুটি ঘটার 24 ঘন্টার মধ্যে ক্লায়েন্টকে কোন ট্রেডিং এর ত্রুটির কথা Orbex কে জানাতে হবে; অন্যথায় Orbex এই ত্রুটির অনুসন্ধান করবে না।
ট্রেডিং এর কোন ত্রুটি যার জন্য কোম্পানি দায়ী, তা সংশোধন করা হবে।
Orbex এর ব্যাংক হস্তান্তর নির্দেশাবলী শুধুমাত্র অ্যাকাউন্টের বিবরণ এবং অনুমোদনপত্র সহ ক্লায়েন্টকে দেওয়া হয়।
এই কোম্পানি কোন তৃতীয় পক্ষের মাধ্যমে কোন ট্রেডিং অ্যাকাউন্টের জন্য অর্থ গ্রহণ করে না। তৃতীয় পক্ষের পেমেন্টের উপর নিষেধাজ্ঞা ব্যাংক এবং তাদের নিজ নিজ কতৃপক্ষ দ্বারা নির্ধারিত,যারা অবৈধ ফান্ডের স্থানান্তর,সাধারণভাবে মানি লন্ডারিং নামে পরিচিত, বন্ধ করার জন্য, ব্যাপক পদ্ধতি,নিয়মকানুন এবং আইন তৈরী করেছে । উপরন্তু, এই কনট্র্যাক্ট ক্লায়েন্টকে আশ্বাস প্রদান করে যে তাঁর অ্যাকাউন্ট থেকে ফান্ড কখনো অন্য ব্যক্তিকে দেওয়া হয় না।
ক্লায়েন্টের ট্রেডিং অ্যাকাউন্ট শুধুমাত্র ট্রেডিং এর উদ্দেশ্যেই খোলা উচিত। এই কোম্পানি কোন ব্যাংক নয়, না এটি ব্যাংকের মত জমা রাখে। এই কোম্পানি জমা রাখে শুধুমাত্র ট্রেডিং অ্যাকাউন্ট এবং ট্রেডিং এর কাজকর্মের সহায়তায় মার্জিন বজায় রাখার জন্য।
টাকা জমা করা অথবা তুলে নেওয়ার অনুরোধ করার জন্য, ক্লায়েন্টকে প্রয়োজনীয় ফর্ম সম্পূর্ণ করতে হবে এবং এগুলি কোম্পানিকে অনুমোদিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে।
এই কোম্পানি দেশী আইনের অধীনে প্রযোজ্য সব অ্যান্টি-মানি লন্ডারিং আইন এবং নিয়মকানুন সক্রিয়ভাবে মেনে চলে। অনবরত ভাবে,সন্দেহজনক লেনদেনের প্রমাণের জন্য, যা মানি লন্ডারিং কার্যকলাপের ইঙ্গিত দিতে পারে, এই কোম্পানি ক্লায়েন্টের অ্যাকাউন্টের গতিবিধি পর্যালোচনা করবে। এই পর্যালোচনার নজরদারির মধ্যে থাকতে পারে:
কোম্পানি ওয়েবসাইট থেকে সরাসরি ক্রেডিট কার্ড দ্বারা অ্যাকাউন্টে টাকা-দেওয়া যায়।
ক্রেডিট কার্ড দিয়ে টাকা-দেওয়ার জন্য শর্তাবলী
কোম্পানির ব্যাংক ইনফরমেশন যে তথ্য অনুযায়ী ওয়্যার ট্রান্সফার করা হবে, সেটি ডিপোজিট ফর্মের অন্তর্ভুক্ত। আমরা একবার ফান্ড পেয়ে গেলে সেই অনুযায়ী ক্লায়েন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স এডজাস্ট করব।
ট্রান্সফারের স্বত্বভোগী যে এই কোম্পানি তা ক্লায়েন্টকে নিশ্চিত করতে হবে।
নিম্নলিখিত তথ্যগুলি ক্লায়েন্টকে রেফারেন্স হিসাবে ট্রান্সফার এ অন্তর্ভুক্ত করতে হবে:
ওয়্যার ট্রান্সফার দ্বারা ক্লায়েন্টের ডিপোজিট এবং উইথড্রয়াল এর লেনদেন, নিম্নলিখিত ফী এর অধীন:
যেহেতু প্রতিটি লেনদেন কে ভিন্ন হিসাবে বিবেচনা করা হয়,ব্যাংক ফী একটি লেনদেন থেকে অন্যের ক্ষেত্রে বিভিন্ন হয়। এই বিভিন্নতার কারণ নিম্নলিখিত:
অ্যাকাউন্ট খোলার অফিসিয়াল অনুমোদনপ্ত্র প্রাপ্তির পূর্বে কোনো ওয়্যার ট্রান্সফারের অনুমতি দেওয়া হয় না।
কাস্টমার অ্যাকাউন্ট(স) এবং /অথবা কাস্টমার অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত কোন খোলা অথবা বন্ধ পজিশন সংক্রান্ত কোন বিতর্ক সৃষ্টির ঘটনায়,অ্যাকাউন্ট(স)এর, সব খোলা এবং বন্ধ লেনদেন সহ,অভ্যন্তরীণভাবে তদন্ত এবং অডিট করার অধিকার Orbex এর আছে। একইসঙ্গে, অ্যাকাউন্ট(স) এর ফান্ড অনাদায়ী হয়ে যাবে এবং যতক্ষণ সম্পূর্ণরূপে বিতর্কের সমাধান না হয়, লেনদেনের অনুমতি দেওয়া হবে না।
সিস্টেম ফেলিওর এর ক্ষেত্রে, ক্লায়েন্টের নির্দেশ অনুযায়ী অর্ডার এক্সিকিউট করা অথবা একেবারে অর্ডার এক্সিকিউট করা যার ফলে ব্যর্থ হয়;এটি নির্ধারিত রুটিন সিস্টেম মেন্টেন্যান্স অথবা সার্ভার আপডেট ছিল কিনা,অথবা পাওয়ারের আকস্মিক অসংযোগ অথবা নেটওর্য়ক ব্যর্থতা অথবা অন্য কোন কারণ;ক্লায়েন্টদের পরামর্শ দেওয়া হচ্ছে যে কোন জিজ্ঞাসাবাদের জন্য অনুগ্রহ করে ডিলিং ডেস্ক এর সঙ্গে যোগাযোগ করুন।
ক্লায়েন্ট স্বীকার করছেন যে মাঝে মাঝে কোম্পানিকে ফী,কমিশন অথবা নন-মনিটরি সুবিধা তৃতীয় পক্ষকে দিতে হতে পারে, ক্লায়েন্টের অনুরোধে অতিরিক্ত বিবরণ ব্যক্ত করা হবে।
Orbex এর সংশোধন,পরিবর্তন,বাদ দেওয়ার, যোগ করার এবং স্প্রেড পরিবর্তন, ফী, কমিশন, লিভারেজ, অ্যাকাউন্টের প্রকার, মার্জিন প্রয়োজনীয়তাগুলি, লিকুইডেশন লেভেল(স্টপ আউট লেভেল) এবং কোন অ্যাকাউন্টের অথবা কোন পজিশনের জন্য কোন অফার দেওয়ার, অধিকার আছে, যেকোন সময়ে,পূর্ব নোটিশ ছাড়াই।
কোম্পানির ওয়েবসাইটের ইংরেজি ভাষার সংস্করণে এ এই পলিসির সর্বশেষ প্রকাশিত সংস্করণ প্রদর্শিত হবে।
এই শর্তাবলী কাস্টমার ট্রেডিং কনট্র্যাক্টর একটি অত্যাবশ্যক অংশ। ট্রেডিং পলিসির কোন ধারার সঙ্গে কাস্টমার ট্রেডিং কনট্র্যাক্টর কোন একটি ধারা অথবা ধারাগুলির বিরোধ ঘটে,এখানে ধারাগুলি প্রযোজ্য হবে।
অনিবার্য দুর্ঘটনার ক্ষেত্রে সংশোধন পূর্ব নোটিশ ছাড়াই প্রয়োগ করা হবে।
মার্জিন এ ফরেন এক্সচেঞ্জ ট্রেড করায় উচ্চ পর্যায়ের ঝুঁকি থাকে, এবং সব বিনিয়োগকারীর জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেন এক্সচেঞ্জ ট্রেড করার সিদ্ধান্ত নেওয়ার আগে,আপনার বিনিয়োগের উদ্দেশ্য, অভিজ্ঞতার স্তর এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছা, আপনার সাবধানে বিবেচনা করা উচিত। সম্ভাবনা আছে যে আপনার বিনিয়োগের কিছু অথবা সবের ক্ষতি আপনাকে বহন করতে হতে পারে, এবং সেইজন্য আপনার সেই টাকা বিনিয়োগ করা উচিত নয় যা হারাতে আপনি সমর্থ নন। ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং এর সঙ্গে যুক্ত সমস্ত ঝুঁকির সম্বন্ধে আপনার সচেতন হওয়া উচিত এবং আপনার যদি কোন সন্দেহ থাকে,একজন স্বতন্ত্র আর্থিক উপদেষ্টার পরামর্শ গ্রহণ করুন।
CFD তে বিনিয়োগের ঝুঁকি
CFDs, বিশেষত যখন অত্যন্ত লিভারেজড (CFD এর লিভারেজ যত বেশি, তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে), খুব উচ্চ স্তরের ঝুঁকি থাকে। তারা স্ট্যান্ডারডাইজড প্রোডাক্ট নয়। বিভিন্ন CFD প্রদানকারীদের নিজস্ব শর্তাবলী এবং পারিশ্রমিক আছে। সেইজন্য, সাধারণত,তারা বেশিরভাগ রিটেল বিনিয়োগকারীর জন্য উপযুক্ত নয়।
লিকুইডিটির ঝুঁকি
লিকুইডিটির ঝুঁকি আপনার ট্রেড করার ক্ষমতার উপর প্রভাব ফেলে। ঝুঁকি থাকে যে আপনার CFD অথবা সম্পদ আপনি ট্রেড করতে পারছেন না যখন আপনি চাইছেন(ক্ষতি রোধ করার জন্য অথবা লাভ করার জন্য)। আপনি যে সময় ট্রেড করতে চান(ক্ষতি রোধ করার জন্য অথবা লাভ করার জন্য)
এক্সিকিউশনের ঝুঁকি
এক্সিকিউশনের ঝুঁকি এই বাস্তবতার সঙ্গে যুক্ত যে অবিলম্বে ট্রেড নাও হতে পারে। উদাহরণ স্বরূপ, আপনি আপনার অর্ডার দেওয়ার মুহূর্ত এবং সেটি এক্সিকিউট হওয়ার মুহূর্তের মধ্যে সময়ের ব্যবধান থাকতে পারে।
ইন্টারনেট ট্রেডিং এর খুঁকি
ইন্টারনেট ভিত্তিক ডীল এক্সিকিউশন ট্রেডিং সিস্টেম ব্যবহারের ঝুঁকি ,হার্ডওয়্যার,সফটওয়্যার এবং ইন্টারনেট সংযোগের ব্যর্থতা সহ যুক্ত থাকে ,কিন্তু তাতে সীমাবদ্ধ নয়। যেহেতু Orbex সিগনাল পাওয়ার নিয়ন্ত্রণ করে না,ইন্টারনেটের মাধ্যমে এর রিসেপশন অথবা রুটিং, আপনার ইকুইপমেন্টের কনফিগারেশন অথবা এর সংযোগের নির্ভরযোগ্যতা,যোগাযোগ ব্যর্থতা,বিকৃতি অথবা ইন্টারনেট মাধ্যমে ট্রেডিং এ দেরী হওয়ার জন্য আমাদের দায়ী করা যাবে না।
স্বীকারোক্তি ক্লায়েন্ট স্বীকার এবং ঘোষনা করছেন যে তিনি পড়েছেন, বুঝেছেন এবং কোন পরিবর্তন ছাড়াই গ্রহণ করছেন নিম্নলিখিতগুলি:
ORBEX Limited (দ্য “কোম্পানি “), যার রেজিস্টার্ড অফিসের ঠিকানা 6 ম্যাক্সিমোস মিকালিডেস স্ট্রিট, ম্যাক্সিমোস প্লাজা, টাওয়ার 3, অফিস 3501,লিমাসল, সাইপ্রাস, সাইপ্রাস সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত, 124/10 লাইসেন্স নাম্বারের অধীন।
মার্কেটস ইন ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস ডাইরেক্টিভ (MiFID) সেই সঙ্গে দ্য ইনভেস্টমেন্ট সার্ভিসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড রেগুলেটেড মার্কেটস ল 2007 (ল 144(I)/2007) রূপায়ন অনুসারে, কোম্পানি একটি স্বার্থ সংঘাত নীতি (“পলিসি “) গঠন করেছে,এটি স্বার্থ সংঘাত চিহ্নিত করতে সব যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণের একটি প্রচেষ্টা, যা তাদের, তাদের ম্যানেজার,কর্মচারী এবং বাঁধা এজেন্ট সহ, অথবা কোন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোম্পানির নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত এবং তাদের ক্লায়েন্টদের মধ্যে অথবা এক এবং অপর ক্লায়েন্টের মধ্যে, কোন বিনিয়োগ এবং নন-কোর পরিষেবা প্রদানের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে অথবা ইহার সমন্বয়।
কোম্পানি তার ক্লায়েন্টদের স্বার্থ যাতে বিরূপভাবে প্রভাবিত না হয়, তাই স্বার্থ সংঘাত রোধের উদ্দেশ্যে সব যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করতে যাতে কার্যকরী সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা বজায় রাখা যায় এবং পরিচালনা করা যায়।
সম্ভাব্য স্বার্থ সংঘাত সনাক্তকরণ
স্বার্থ সংঘাতের বিভিন্ন প্রকার চিহ্নিতকরণের জন্য,যা বিনিয়োগ এবং নন-কোর পরিষেবা অথবা ইহার সমন্বয়, প্রদানের কার্যধারায় উদ্ভূত হয় এবং যার অস্তিত্ব একজন ক্লায়েন্টের স্বার্থের ক্ষতি করতে পারে,সামান্যতম মানদন্ড দ্বারা কোম্পানি এই প্রশ্নের বিবেচনা করে, কোম্পানি অথবা কোন সংশ্লিষ্ট ব্যক্তি, অথবা কোন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোম্পনীর সঙ্গে নিয়ন্ত্রণ দ্বারা যুক্ত, নিম্নলিখিত এমন কোন পরিস্থিতিতে আছে কিনা, বিনিয়োগ প্রদান অথবা আনুষঙ্গিক সেবা অথবা বিনিয়োগের কার্যকলাপের ফলে কিনা:
একটি সংশ্লিষ্ট ব্যক্তির সংজ্ঞা: নিম্নলিখিত যে কোন মানে:
স্বার্থের সংঘাত পরিচালনা
যেকোন সম্ভাব্য স্বার্থ সংঘাত কমানোর জন্য কোম্পানি উপযুক্ত এবং যথেষ্ট অভ্যন্তরীণ কার্যপ্রণালী স্থাপন করেছে। কোম্পানি একটি কমপ্লায়েন্স বিভাগ বজায় রাখে যা কোম্পানির ভেতরে একটি স্বাধীন ইউনিট। কমপ্লায়েন্স অফিসারের কিছু কর্তব্য হল কোম্পানির অভ্যন্তরীণ নীতি এবং কার্যপ্রণালী থেকে যেকোন সম্ভাব্য বিচ্যুতি নিরিক্ষণ করা,সেই সঙ্গে যেকোন সম্ভাব্য স্বার্থ সংঘাত চিহ্নিতকরণ এবং পরিচালন। উপরন্তু, অভ্যন্তরীণ অডিটের কাজ, একটি অডিট সংস্থাকে আউটসোর্স করা হয়েছে।
এই নীতির অন্তর্গত পদ্ধতি অনুসরণ এবং ব্যবস্থা গ্রহণ করা ,স্বাধীনতার প্রয়োজনীয় মাত্রা নিশ্চিত করার জন্য, যা কোম্পানির জন্য প্রয়োজন এবং উপযুক্ত, সেগুলি নিম্নলিখিত:
সম্ভাব্য স্বার্থ সংঘাত পরিচালনা করার জন্য কিছু নীতি এবং কার্যপ্রণালী, যা কোম্পানি প্রয়োগ করেছে ,সেগুলি নিচে বলা হয়েছে:
সংশোধনী/পর্যালোচনা
এই কোম্পানির বিবেচনা অনুসারে বর্তমান পলিসির পরিবর্তন করার অধিকার তাদের আছে এবং যে কোনো সময়ে যা তাদের বিচারে উপযুক্ত এবং যথাযথ। এই কোম্পানি বার্ষিক ভিত্তিতে বর্তমান পলিসির সংশোধন এবং পর্যালোচনা করবে।
যেখানে স্বার্থ সংঘাত তদারকের জন্য কোম্পানি দ্বারা গঠিত সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা, যুক্তিসম্মত আত্মবিশ্বাসের সঙ্গে, নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়,যে ক্লায়েন্টের স্বার্থের ক্ষতি হওয়ার ঝুঁকি রোধ করা যাবে, ক্লায়েন্টের কাছে সমগ্র চরিত্র এবং /অথবা স্বার্থ সংঘাতের উৎস পরিষ্কারভাবে প্রকাশ করা হবে, তার পক্ষ থেকে ব্যবসার অঙ্গীকারের পূর্বে।
Any account(s), held with Orbex, without any trading activity and/or accounts that are inactive and or remain non-operational and/or holding zero balance/equity for a period of six (6) months and more, are considered by Orbex to be Dormant accounts.
Such dormant accounts will be subject to relevant charge/cost(s), relating to the maintenance/administration of such accounts. When an account is classified as dormant Orbex has the right to charge an ‘inactivity fee’ of 20 USD, 20 EUR, 20 GBP or 20 PLN (depending on the base currency of the account holder) per month, which will be charged and debited from the balance of the specific account until the account holder has the required funds available and/or until a zero balance/equity is reached. Such an ‘inactivity fee’ shall not in any case give a minus balance to the account.
Any Dormant account which continues to be dormant for a total period of twelve (12) months, is considered to be Closed on the first day after twelve (12) months of no transactions.
Both Dormant and Closed accounts will be frozen immediately, and the account holder will not be permitted to undertake any further transaction in such Dormant or Closed account.
In order for a Dormant or Closed account to be re-activated the account holder shall proceed with Orbex’ s KYC/CDD procedures and by funding his account and conducting at least one (1) trade with the Company.
সর্বশেষ সোয়াপ আপডেটের জন্য ক্লিক করুন