Orbex ওয়েবসাইটে কুকি ব্যবহার করে এবং আমাদের কুকি নীতি গ্রহন করে আপনিও ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন,আরও জানতে পারেবেন এখানে ক্লিক করুন
ঝুঁকি সম্পর্কিত সতর্কতা : FX ও CFD ট্রেডে রয়েছে উচ্চ মাত্রার ঝুঁকি
ত্রূটি:
প্রতিদিন সবচেয়ে ভাল ফরেক্স ট্রেডিং তথ্য পেতে ও মার্কেটের অবস্থা আপডেট পেতে আমাদের নিউজ লেটারের গ্রাহক হোন
হ্যাঁ। জদিও একটি মেটাট্রেডার 4 থেকে একাধিক অ্যাকাউন্ট লগইন করা যাবে না ,কিন্তুআপনার কম্পিউটারে কয়েকটিআপনি কয়েকটি মেটাট্রেডার 4 (পৃথক মেটাট্রেডার 4 একই সময়ে চলমান) খুলুন এবং সেই অনুযায়ী বিভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন ।
হ্যাঁ। সঠিক লগইন বিবরণ থাকলে, আপনি যে কোন কম্পিউটার থেকে প্ল্যাটফর্ম লগইন করতে পারবেন , যদি না উপলব্ধ আপনার সংযোগ সেটিংস সঠিক এবং সংযোগ কোন ফায়ারওয়াল বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দ্বারা অবরুদ্ধ না থাকে ।
না । আপনি মেটাট্রেডার 4 প্ল্যাটফর্মে অফসেট সময় পরিবর্তন করতে পারবেন না । প্ল্যাটফর্ম সময় , জিএমটি +2 যদিও ইউ এস ডে লাইট সেভিং এর ক্ষেত্রে প্ল্যাটফর্ম পরিবর্তিত হয়ে জিএমটি +3 হয় । যাতে করে 5pm নিউ ইয়র্ক মার্কেটের সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে।
ট্রেডিং হিস্ট্রি আপনার মেটাট্রেডার 4 প্ল্যাটফর্ম নিম্নদেশ এ ,টার্মিনালে " অ্যাকাউন্ট হিস্ট্রি " ট্যাবে ক্লিক করে দেখা যাবে । এছাড়াও আপনি আপনার টাইম ফ্রেমস ও এক্সেস রিপোটিং ফিচারস উপর ডান ক্লিক করে
ভিউ পরিবর্তন করতে পারেন।
ওপেন পজিশন ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ কোন স্টপ লস , উপনিত মুনাফা অথবা স্টপ আউট লেভেলে উন্নিত হয় । এন্ট্রি হার মিললে ও বিদ্যমান সীমা আদেশ পূরণ করা হবে । আপনি আবশ্যক ট্রেইলিং স্টপ এর জন্য অনুগ্রহ করে আপনার মেটাট্রেডার 4 প্ল্যাটফর্ম লগ ইন করুন।
হ্যাঁ. আপনি তৃতীয় পক্ষের প্রদানকারীর দ্বারা উপলব্ধ যেকোন এবং সমস্ত ই.এ এক্সপার্ট এডভাইসরস (বিশেষজ্ঞের পরামর্শ ) ব্যবহার করতে পারেন । অরবেক্স পরিবর্তনশীল স্প্রেড একাউন্টে কোন কৌশল বা ইএ ব্যবহারে বাঁধা দেয় না। । তবে ইউনিভার্সাল অ্যাকাউন্ট উপর শর্ত প্রয়োগ করা হয় । আমাদের ট্রেডিং শর্ত সংক্রান্ত আরও তথ্যের জন্য Trading Conditions page অনুগ্রহ করে পরিদর্শন করুন ।
হ্যাঁ , আপনি MQL সমঞ্জসে যে কোনো কাস্টম সূচক ব্যবহার করতে পারেন । একটি কাস্টম সূচক ডাউনলোড করতে ব্যর্থ হওয়ার কারন হতে পারে কোডিং সমস্যা সূচক সৃষ্টির মধ্যে ।
আপনার মেটাট্রেডার 4 প্ল্যাটফর্ম এ এক সময়ে চলমান থাকা ই.এ ও সূচক সংখ্যার কোন সীমা নেই । অবশ্যই মনে রাখতে হবে মেটাট্রেডার 4 প্ল্যাটফর্ম একটি RAM ভিত্তিক প্রগ্রাম । অতিরিক্ত ই এ এবং নির্দেশকের সংখ্যক সঙ্গে আপনার প্ল্যাটফর্ম ওভারলোড করলে MT4 প্ল্যাটফর্ম কর্মক্ষমতা এবং গতি কমে যায় । অন্য দিকে একাধিক ই এ একটি একক ট্রেডিং অ্যাকাউন্ট সংযুক্ত থাকলে পরস্পর বিরোধী কৌশল ও রিস্ক প্রফাইল গঠিত হতে পারে । অতএব , এটা একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট এবং প্লাটফর্ম জুড়ে আপনার ইএ বিভক্ত করা বাঞ্ছনীয় ।
আপনি নীচের পদক্ষেপগুলি অনুসরণ করে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন : ১। উপরের ন্যাভিগেশন বারের মধ্যে Tools ক্লিক করুণ । ২। সিলেক্ট Option > Server > Change . একটি নতুন উইন্ডো ওপেন হবে । ৩। আপনার বর্তমান পাসওয়ার্ড টি লিখুন এবং সাথে একটি নতুন পাসওয়ার্ড লিখুন । ৪। নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন ৫। ক্লিক OK ।
অথবা , যেখানে ন্যাভিগেটর উইন্ডো প্রদর্শন করা হয় সেখানে ক্লিক লিখুন , সিলেক্ট চেঞ্জ পাসওয়ার্ড এবং নির্দেশ অনুসরণ করুণ ।
মার্কেট অফার দেখার জন্য দয়া করে Markets page পরিদর্শন করুণ ।
Orbex এর ট্রেডিং শর্তসমূহর সাথে অবগত হওয়ার জন্য অনুগ্রহ করে সতর্কতার সাথে trading conditions page টি পরুন । এখানে আপনি গুরুত্বপূর্ণ বিষয় তথ্য পাবেন যেমন নিউজ ট্রেডিং , হেজিং , স্কাল্পিং , স্টোরেজ ফি , লেভারেজ , মার্জিন প্রয়োজনীয়তা এবং আরো ।
হয়, এবং পিপ বৃদ্ধি হয় চতুর্থ দশমিক উপর ভিত্তি করে । ৩ দশমিক পয়েন্ট দ্বারা উদ্ধৃত পিপ এর ক্ষেত্রে দ্বিতীয় দশমিকের উপর ভিত্তি করে বৃদ্ধি হয় । পিপ মান আপনার অ্যাকাউন্টের মুদ্রার ও যেই পেয়ার দ্বারা ট্রেড করা হচ্ছে তা দিয়ে নির্ধারিত হয় । উদ্ধৃতি মুদ্রা ও আপনার অ্যাকাউন্ট কারেন্সি যদি একই হয় তাহলে , প্রতি ১০০,০০০ ট্রেড এর ক্ষেত্রে ১ পিপ = ১০ অ্যাকাউন্ট কারেন্সি ।
Spread হল বিড প্রাইস ( বিক্রয় মূল্য) এবং আস্ক প্রাইস এর ( ক্রয় মূল্য) মধ্যের পার্থক্য ।
আমআদের প্রতিটি অ্যাকাউন্টের ধরণ ও উপকরণ জন্য প্রস্তাবিত বিভিন্ন স্প্রেড দেখতে অনুগ্রহ করে Orbex Spreads page পরিদর্শন করুন ।
লিভারেজ হল আপনার অ্যাকাউন্টের ক্রয় ক্ষমতার গুণক যা ট্রেড করার ক্ষেত্রে প্রয়োজনীয় মার্জিন পরিমাণ নির্ধারণ করে । লিভারেজ জত বেশি হবে ক্রয় ক্ষমতা ততো বেশি হবে ।
ক্লায়েন্ট কম্পানির সাথে একটি সীমা পর্যন্ত প্রাথমিক ভাবে মার্জিন প্রদান ও সংরক্ষণ করতে পারবে । তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে এ , সেট , নির্ধারণ , বা আপডেট করতে পারে । কোম্পানি ক্লায়েন্ট জন্য মার্জিন কল করতে বাধ্য নয় । মার্জিন প্রয়োজনীয়তা সম্পর্কে আরও তথ্যের জন্য , Trading Conditions page ( শিরোনাম মার্জিন প্রয়োজনীয়তা অধীন ) আমাদের ট্রেডিং শর্তসমূহ পৃষ্ঠা দেখুন ।
লেভারেজ হার পছন্দ করা যাবে ১:১ হতে ১:৫০০ পর্যন্ত। একাউন্ট খোলার সাথে সাথে মক্কেলকে একাউন্ট ধরণ ও মোট পরিমাণের সাথে সংশ্লিষ্ট একটি পূর্বনির্ধারিত লেভারেজ দেয়া হবে। । যদি প্রযোজ্য হয় ক্লায়েন্ট backoffice@orbex.com একটি অনুরোধ পাঠিয়ে , তার অ্যাকাউন্ট লিভারেজ পরিবর্তন করতে পারে ।
ইকুইটি যদি একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড উপরে যায় তাহলে লিভারেজ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে । বিস্তারিত জানতে আমাদের Trading Conditions page অনুগ্রহ করে পরিদর্শন করুন ( লিভারেজ হেডিং ) ।
ফরেক্স লট মূলত ট্রেড আয়তনের একটি উপস্থাপনা। স্ট্যান্ডার্ড : ১.0 লট বেস কারেন্সির ১00,000 ইউনিট । মিনি : 0.১ লট বেস কারেন্সির ১0,000 ইউনিট । মাইক্রো : 0.0১ লট বেস কারেন্সির ১,000 ইউনিট ( নূন্যতম লট সাইজ ) । বেস কারেন্সি মুদ্রা জোড়ায় প্রথম মুদ্রা । তাই মূলত : ১0 মিনি লট সমান ১ স্ট্যান্ডার্ড লট । ১0 মাইক্রো লট মিলে ১ মিনি লট হয় । ১00 মাইক্রো লট = ১0 মিনি লট = ১ স্ট্যান্ডার্ড লট।
সিএফডি ( কনট্র্যাক্ট ফর ডিফারেন্স ) হল এমন একটি ব্যবস্থা যা ভবিষ্যৎ চুক্তির মধ্যে পার্থক্য , নগদ অর্থ প্রদানের মাধ্যমে নিষ্পত্তি করা হয়, প্রকৃত পণ্য বা সিকিউরিটিজ সরবরাহের মাধ্যমে নয় । অন্য দিকে স্পট ট্রেডিং হল ক্রয় বা অবিলম্বে ডেলিভারির জন্য একটি বৈদেশিক মুদ্রা বা পণ্য বিক্রি ।
ওরবেক্স ভবিষ্যতে ধাতু ( স্বর্ণ বা রৌপ্য), শক্তি ( খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ) , নরম পণ্য ( কফি ও চিনি ) , ইক্যুইটি সূচক ( ডাউ জোনস , NASDAQ , এস এন্ড পি এবং FDX / DAX ) ট্রেড করার সুযোগ প্রদান করে । ফিউচার এবং তাদের বিবরণীর সম্পূর্ণ তালিকা দেখার জন্য , ক্লিক করুন here.
ভবিষ্যতে কোন কমিশন থাকবে না, এবং ন্যূনতম প্রয়োজনীয়তা হল ১০০০ ইউএসডি/ইইউআর লেভারেজের নির্বিশেষে, ভবিষ্যতের সোনা ব্যতীত যার ন্যূনতম প্রয়োজনীয়তা হল ২০০০ ইউআসডি। here. ফিউচার শুধুমাত্র ইউনিভার্সাল অ্যাকাউন্টে ট্রেড করা সম্ভব । ফিউচারে কোন রোলওভার নেই , শুধুমাত্র কমিশন রয়েছে ।দয়া করে নোট করুন ব্যবসা ( মেয়াদ শেষ হওয়ার পূর্বে ) চুক্তি শেষ হওয়ার আগে ট্রেড বন্ধ করতে হবে । যদি বন্ধ না করা হয় তবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা আপনি মেয়াদ উত্তীর্ন হওয়ার আগে নিজে বন্ধ করে দিন । মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে অবহিত করা হবে।
ওরবেক্স ক্লায়েন্টদের ফান্ডস পৃথকী ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখে এবং কোম্পানির তহবিল থেকে পৃথক ভাবে এই ফান্ড রাখা হয় । কোনো গ্রাহকের তহবিল প্রাপ্তির পর , অবিলম্বে তা এক বা একাধিক অ্যাকাউন্টে ‘ক্লায়েন্টস’ নামে নিম্নলিখিত যে কোনো একটি তে স্থানান্তর করা হয় :
•কেন্দ্রীয় ব্যাংক
• ক্রেডিট প্রতিষ্ঠান
•ব্যাংক অনুমোদিত একটি তৃতীয় দেশে
• কোয়ালিফাইং অর্থ বাজার তহবিল
কোম্পানির তহবিল থেকে পৃথক করা হয়। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য , আমাদের Safety of Funds Page অনুগ্রহ করে পরিদর্শন করুন।
আপনি ORBEX- এর মাধ্যমে একটি একাউন্ট খোলার আগে, আপনাকে অবশ্যই কম্পানির নিয়ম এবং শর্তাবলি সম্পর্কে জানতে হবে এবং সম্মত হতে হবে । এই আইনি নথি কপি খুঁজে পেতে অনুগ্রহ করে ওয়েব সাইটের ট্রেড ল্যাব যান এবং ডাউনলোড সিলেক্ট করুণ ।
ট্রেডিং সেন্ট্রাল হল আর্থিক বাজারের পেশাদার এবং প্রযুক্তিগত বিশ্লেষণ করার জন্য একটি নেতৃস্থানীয় বিনিয়োগ গবেষণা প্রদানকারী। এর মূল কাজ হল বিনিয়োগ বিশ্লেষণ করা। ট্রেডিং সেন্ট্রাল আমাদের অন্যতম বিনামূল্যে সেবা যা ক্লায়েন্টদের মার্কেটের ওপর নিরভর করে সিধান্ত নিতে সহয়েতা করে। একজন লাইভ ক্লায়েন্ট হিসাবে, আপনি বিভিন্ন ব্যবসায়িক কৌশল মোকাবেলার বিভিন্ন টাইম ফ্রেম, মুদ্রা,ধাতু এবং সূচকের উপর বিস্তারিত প্রযুক্তিগত বিশ্লেষণ রিপোর্ট অ্যাক্সেস পাবেন।
MyOrbex লগ ইন করার মাধ্যমে ট্রেডিং সেন্ট্রাল অ্যাক্সেস করতে পারবেন। অথবা , আপনি রিয়েল অ্যাকাউন্টের সাথে ট্রেডিং সেন্ট্রাল এম টি 4 indictor বিনামূল্যে ডাউনলোড করতে পারেন ।
ট্রেডিং সেন্ট্রাল একটি সীমিত সময়ের জন্য ডেমো অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ।
ট্রেডিং সেন্ট্রাল সম্পর্কে আরও তথ্যের জন্য,অনুগ্রহ করে পরিদর্শন করুন আমাদের Trading Central page
Orbex তার গ্রাহকদের বিনামূল্যে এই সার্ভিস সাবস্ক্রাইব করার সুযোগ দিয়ে থাকে, যা 24/5 প্রতি দুই ঘন্টা ট্রেডিং সংকেত প্রদান করে থাকে । উপরন্তু, আমরা ট্রেডিং সেন্ট্রাল ইনডিকেটর অফার করি যা MT4 এ ইনস্টল করলে, MT4 সরাসরি সংকেত গ্রহণ করতে পারে,জার ফলে আমাদের ওয়েবসাইটে লগইন করতে হবে না। মার্কেট সম্পর্কে এই সংকেত প্রত্যাশিত দিক নির্দেশনা দিতে সাহায্য করবে। এবং একটি পিভট পয়েন্ট প্রদান করবে আপনাকে আপনার স্টপ লস সেট করতে।
ট্রেডিং সেন্ট্রাল সূচক ডাউনলোড করার জন্য here ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন ।
Orbex ট্রেড ল্যাব একটি ধারণা শেয়ারিং সিস্টেম এবং প্ল্যাটফর্ম, আপনি দেখতে এবং ট্রেডিং সম্প্রদায় থেকে বাণিজ্য ধারনা অনুসরণ করতে পারবেন বা আপনার নিজের ধারনা পোস্ট করতে পারবেন । Orbex ট্রেড ল্যাব Orbex অ্যাকাউন্ট হলডারদের জন্য পাওয়া যায় । ট্রেড ল্যাব অ্যাক্সেস পাওয়ার জন্য My Orbex লগইন করুণ।
ট্রেড ল্যাব একটি সীমিত সময়ের জন্য ডেমো অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ।
Orbex ট্রেডিং এ আপনাকে সাহায্য করার লক্ষ্যে সবসময় বাজার গবেষণা এবং সর্বশেষ সংবাদ সম্পর্কে আপডেট রাখার কাজে নিয়জিত ।
টিউন করুণ ওরবেক্স TV বাজারের খবর জন্য , বৈদেশিক বিনিময়, পণ্যদ্রব্য ও সূচকের সাথে অরবেক্স গবেষণা দলের নির্ধারণকৃত বিশেষ সিএফডি এবং বৈদেশিক বিনিময়ের সুযোগ দেখুন অরবেক্স বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত আমাদের সম্প্রচারে। ওয়েব TV এক্সেস করতে ভিসিট করুণ Blog, অথবা Orbex Web TV page ।
Orbex ব্লগ একটি সম্পূর্ণ লাইব্রেরি, যা শিক্ষাগত কেন্দ্র হিসেবে সব পরীক্ষা, টিউটোরিয়াল , ভিডিও কোর্স এবং প্রযুক্তিগত এবং মৌলিক বিশ্লেষণ সংখ্যা কম্পাইল করে রাখে । দারুন খবর হল Orbex এই সকল আপডেট , বিশ্লেষণ , ট্রেডিং টিপস তার ক্লাইটদের জন্য বিনামূল্যে প্রদান করে থাকে ।
ব্লগে আরো রয়েছে ই-বুক টিউটোরিয়াল , ওয়েবিনার , ভিডিও কোর্স, দৈনিক প্রযুক্তিগত বিশ্লেষণ , দৈনিক মৌলিক বিশ্লেষণ , দৈনিক নিবন্ধ , infographics। উপরন্তু, ব্লগে ট্রেডাররা তাদের অভিজ্ঞতা, বিশ্লেষণ বা সংবাদ মূল্যায়ন ও আলোচনা শেয়ার করতে পারে যা ব্যবসায়ীদের উত্সাহ করে। পাঠকরা Orbex ব্লগ এবং ট্রেডিং লাইব্রেরী কি ভাবে আরো উন্নত করা যায় সে সম্পরকে মতামত বা পরামর্শ পাঠাতে পারেন। Orbex ব্লগ উপাদান পূর্ণ প্রবেশাধিকার পাবার জন্য, একটি ডেমো অ্যাকাউন্ট অথবা একটি লাইভ একাউন্ট খোলার দ্বারা ORBEX- এর মাধ্যমে নিবন্ধন করতে হবে ।
আরও তথ্যের জন্য , অনুগ্রহ করে পরিদর্শন করুন Orbex Blog page ।
ওয়েবিনার হল বিভিন্ন প্রশিক্ষক দ্বারা হোস্ট কৃত ছোট ক্লিপ যা ফরেক্স ট্রেডিং এর অনেক দিক যেমন ট্রেডিং নিদর্শন , সূচক , কৌশল সম্পর্কে অবগত করে। ওয়েবিনার এ অংশগ্রহন করার জন্য ব্রডকাস্ট হবার পূর্বে ওয়েবিনার সেসনে রেজিস্টার করতে হবে ।
আমাদের ব্লগের মাধ্যমে বা ( আপনি Orbex এ নিবন্ধিত হন ) ব্রডকাস্ট পূর্বে পাবেন একটি আমন্ত্রণ ইমেইল যার মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন করা সম্ভব । একটি webinar সম্প্রচার করার পরে এটা আমাদের ব্লগে বা আমাদের YouTube চ্যানেল মধ্যে 24-48 ঘন্টার মধ্যে একটি রেকর্ডিং হিসাবে পাওয়া যাবে ।
VPS বলতে মূলত বোঝায় ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এবং যে সকল ট্রেডাররা রোবট অথবা এল্গোরিথম নিয়ে কাজ করে তাদের জন্য এর গুরুত্ব অপরিসীম। এই রোবটগুলো বেশিরভাগ সময় ট্রেডার ছাড়াই নিজ থেকে স্বাধীন ভাবে চলে, তাই এমন অনেক ট্রেড সুযোগ খুজে বের করে যা ম্যানুয়ালি করা দুরসাদ্ধ। একটি VPS এমন একটি পরিবেশ তৈরি করে দেয় যাতে করে ডাউন টাইম কমিয়ে এবং অতি দ্রুত এক্সিকিউশন দিয়ে রোবট এর ক্ষমতা আরো বাড়িয়ে দেয়।
VPS এর সবিস্তার বিবরণী এবং শর্তাবলি জানতে আমাদের VPS পেজ এ ঘুরে আসুন।
ORBEX ক্লাইন্ট যারা একাউন্ট খুলে নুন্ন্যতম $৫০০ ডিপোজিট করবে তাদের জন্য এই সেবা থাকছে বিনামুল্যে। মূলত VPS এক মাস পর্যন্ত বৈধ থাকে এবং নিজ থেকেই পূর্ণবর্ধিত করে যদি নিম্নে লিখিত শর্ত মেনে চলা হয় ঃ–
১. মাসজুড়ে সর্বনিম্ন মোট ৩ স্ট্যান্ডার্ড লট ট্রেড বন্ধ করতে হবে ।
২. একাউন্ট ইকুইটি $৫০০ বা তার বেশি রাখতে হবে।
বিনামুল্যে VPS সেবা গ্রহনের জন্য এবং বিস্তারিত প্রয়োজন সম্পর্কে জানতে, দয়া করে আমাদের VPS পেজ এ ঘুরে আসুন।
অরবেক্সে আমাদের ৫ ধরণের একাউন্ট আছে, যেগুলো সব লেনদেন ধরণ ও কৌশলের জন্য তৈরি।
আপনি যদি একটি স্থিতিশীল স্প্রেডের সন্ধানে থাকেন যা সময়ের সাথে বদলায় না অথবা বাজারের অনিশ্চয়তার উপর নির্ভর করে না,তাহলে,আমরা আপনাকে পরামর্শ দিবো একটি ক্লাসিক একাউন্ট খোলার।নির্দিষ্ট স্প্রেড আপনার লেনদেন কে আরও নির্দেশ্য করে তোলে যেহেতু সেটা আপনার লেনদেনের খরচ কে আরও কার্যকর ভাবে অনুমা করতে সাহায্য করে,এবং দক্ষ উপদেষ্টা ও স্বয়ংক্রিয় লেনদেন পদ্ধতির ব্যাবহার সহজ করবে।
যেই লেনদেনকারীরা পরিবর্তনশীল স্প্রেড খুঁজছেন, তাদের ৩টি বিকল্প আছে: স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এবং ভিআইপি। এসব একাউন্টে নির্দিষ্ট স্প্রেডের একাউন্টের তুলনায় অধিকতর খুদ্র স্প্রেড আছে। পরিবর্তনশীল স্প্রেড প্রতিনিয়ত বদলে যেতে থাকে এবং বাজারের পরিস্থিতির ওপর অনেক নির্ভরশীল। লেনদেনকারীরা সাধারণত পরিবর্তনশীল একাউন্ট পছন্দ করে কেননা তারা লেনদেনের সময় উৎকৃষ্ট মূল্য পায় এবং ইচ্ছেমত স্ক্যাল্পিং কৌশল অবলম্বন করতে পারে। তবে, এটা মনে রাখা উচিৎ যে পরিবর্তনশীল স্প্রেড অনেক বেড়ে যেতে পারে অনিশ্চয়তা ও গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের সময়।
আপনি যদি অভিজ্ঞ লেনদেনকারীদের জেতার পদ্ধতি অনুসরন করতে চান , এবং তাদের লেনদেন অনুকরন করতে চান ;অরবেক্স পেশ করে একটি পরিবর্তনশীল স্প্রেড সহ লেনদেন অনুকরনের একাউন্ট।পেশাদার লেনদেনকারীদের জ্ঞান ও অভিজ্ঞতার সংস্পর্শে আসা, বৈদেশিক বিনিময় ও লেনদেনে সাধারণ ভুল এড়ানো,এবং বাস্তব ফলাফলের সাথে আস্থা বাড়ানোর জন্য এই একাউন্টই সবচেয় ভালো মাধ্যম।
আমাদের বিভিন্ন ধরণের একাউন্টের তুলনা দেখুন এখানে।.
আপনি দৈনিক এবং মাসিক বিবৃতি পাবেন। আমার নিবন্ধভুক্ত ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে তা প্লাটফর্ম থেকে পাঠানো হবে, যদি অই সময়ের মধ্যে কোন প্রকার কার্যকলাপ হয়ে থাকে।
হ্যা, আপনি নিজেই MT4 সফটওয়্যারের সাহায্যে নিজের একাউন্ট বিবৃতি বানাতে পারবেন। এর জন্য MT4 এর Account History তে গিয়ে রাইট ক্লিক করে সময় উল্লেখ করে অতঃপর আবারো রাইট ক্লিক করে SAVE A REPORT অথবা SAVE A DETAILED REPORT এ ক্লিক করতে হবে।
আমাদের একাউন্টের স্থায়ী Leverage পলিসি রয়েছে, দয়া করে আমাদের Trading Conditions এর Leverage অধ্যায় পেজে ঘুরে আসুন। যদিওবা আমাদের পলিসি অনুযায়ী আপনি একাউন্টে Leverage বদলাতে পারবেন, সে ক্ষেত্রে আমাদের মেইল করুন backoffice@orbex.com এ।
হ্যা, আপনি অনেক একাউন্ট রাখতে পারবেন। একটি অতিরিক্ত সাব-একাউন্ট এর জন্যে আবেদন করতে, আপনাকে প্রথমে MYORBEX এ প্রবেশ করতে হবে এবং একটি অতিরিক্ত একাউন্টের আবেদন প্রদান করতে হবে। একাউন্টটি সমপন্ন হওয়ার পর আপনি সরাসরি MYORBEX একাউন্টের মধ্যে থেকেই পুঁজি আদান প্রদান করাতে পারবেন।
Bank Wire Transfer উত্তলনের সময় আমরা কোন প্রকার ফি নিয়ে থাকি না। তবে, এটা নজর রাখতে হবে মধ্যস্থ কোন ব্যাংক কোন ফি নিয়ে থাকতে পারে। এছাড়াও, ORBEX সকল প্রকার ইলেক্ট্রনিক প্রদান ফি বহন করে থাকে ।
এই ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের Deposit Funds পেজে দয়া করে ঘুরে আসুন অথবা Log In করুন MYORBEX এ।
উত্তোলন সাধারনত ১৫ মিনিটের মধ্যেই ট্রেডিং একাউন্ট থেকে বাদ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়। উত্তলনের যে কোন পরিমান থেকে সর্বচ্চ জমার পরিমান মূল জমা উৎসে ফেরত পাঠানো হয়। আপনি খুব সহজে MYORBEX এ একটি ফর্ম পূরণের মাধ্যমে উত্তলনের আবেদন করতে পারেন।
এই ব্যাপারে বিস্তারিত জানতে দয়া করে আমাদের Notes on Deposits and Withdrawals পেজে ঘুরে আসুন।
বিভিন্ন ভাবে আপনি পুঁজি জমা করাতে পারবেন তার মধ্যে রয়েছে Bank transfer, Credit/Debit Card, Skrill/Moneybookers, Neteller, Webmoney, Fasapay এবং Union Pay.
আপনি একটি একাউন্ট করে তাতে সর্বনিম্ন $500 ভিত্তি মুদ্রা পুঁজি হিসেবে জমা করাতে পারবেন।
বর্তমানে আমরা তিনটি ভিন্ন ভিত্তি মুদ্রায় একাউন্ট প্রদান করে থাকি। তা হল ঃ- USD, EUR এবং PLN. এছাড়াও আমরা অন্যান্য মুদ্রায়ও পুঁজি জমা নিয়ে থাকি তবে সে ক্ষেত্রে মুদ্রা বিনিময় ফি প্রয়োগ হবে।
আপনার একাউন্ট ধরণ পরিবর্তন করতে, backoffice@orbex.com এ ই-মেইল করুন, এবং আমরা তা করে দিব। যদিওবা, আপনার যদি কোন পজিশন খোলা থাকে তবে এই আবেদন করার পূর্বে তা বন্ধ করতে হবে।
একাউন্টের ধরন পরিবর্তন করলে Leverage, Spread এবং সর্বনিম্ন Volume ও পরিবরতন হবে এই ব্যাপারে দয়া করে সচেতন থাকতে হবে। এই বাপ্যারে আরো জানতে আমাদের ACCOUNT TYPE পেজে ঘুরে আসুন।
অরবেক্স পেশ করছে নির্দিষ্ট এবং পরিবর্তনশীল স্প্রেড একাউন্ট (স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ভিআইপি, এবং লেনদেন অনুকরণ)
DEMO একাউন্ট খোলা আরো সহজ। শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে OPEN DEMO ACCOUNT এ ক্লিক করে সব রকম নিজস্ব বিবরণ দিলেই আপনার LOG IN বিবরণ উতপন্ন হবে যা আপনার ইমেইলে স্বয়ংক্রিয় ভাবে MY ORBEX এ প্রবেশ বিবরণ সহিত পৌঁছে যাবে।
ORBEX ক্লাইন্টদের পুঁজি পৃথকীকৃত ব্যাংক একাউন্টে জমা করে যা কোম্পানি পুজির থেকে সম্পূর্ণ রূপে আলাদা ভাবে রাখা হয়। এর বিষয়ে বিস্তারিত জানতে আমাদের SAFETY OF FUNDS পেজে ঘুরে আসুন।
আপনার Orbex অ্যাকাউন্ট থেকে তহবিল প্রত্যাহারখুব সহজ এবং দ্রুত।প্রত্যাহারের অনুরোধ আপনার একাউন্ট থেকে অনুরোধ কৃত অর্থ পরিমাণ বাদ দিয়ে ১৫ মিনিটের মধ্যে প্রসেস করা হয়।
ওঠানোঅর্থপুনরয়একই সূত্রস্থানান্তর করা উচিত যতক্ষণ না মূল আমানতের পরিমাণ আচ্ছাদিত হচ্ছে ।
ডাইরেক্ট ডেবিট / ক্রেডিট কার্ড , মাধ্যমে প্রত্যাহার এবং জমা অন্যান্য আমানত পদ্ধতি উপর উচ্চ অগ্রাধিকার রয়েছে।
মুনাফা তোলার বা প্রাথমিক আমানত উপর কোন পরিমাণ শুধুমাত্রব্যাংক ট্রান্সফার করে পাঠানো হবে অথবাবিশেষ ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনের উপর নির্ভর করে স্ক্রীল এর মাধ্যমে বিশেষভাবে পাঠানো যেতে পারে।
ব্যাংক ওয়্যার ট্রান্সফার এর মাধ্যমে উঠাতে নূন্যতম অর্থ পরিমাণ $200যখনইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে $50
যেখানে (ক্রেডিট কার্ড অন্তরভুক্ত )।
আপনার Orbex ট্রেডিং অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে কেবল MyOrbexলগইন করুন। উইথড্র ফান্ড ট্যাব থেকে নিরাপদে অনলাইন ফর্ম পূরণ করে ব্যাংক ওয়্যার ট্রান্সফার ‘ বা ‘ অনলাইন পেমেন্ট গেটওয়ে নির্ধারণ করুন।
যদি আপনি চান, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে ট্রেডারস ট্যাবে গিয়ে ফর্মের পিডিএফ সংস্করণ ডাউনলোড করতে পারেন।
অনলাইনপেমেন্ট গেটওয়েপদ্ধতি ব্যাবহার করার ক্ষেত্রে সঠিকভাবে” গেটওয়ে অ্যাকাউন্ট ” ক্ষেত্র সম্পূর্ণ নিশ্চিত করুন:
• যদি আপনি জেসিসি নির্বাচন করেন তবে দয়া করে সেখানে কার্ড নম্বর লিখুন।
• আপনি যদি অন্য পদ্ধতি নির্বাচন করেন যেমন স্ক্রিলবা নেটেলার তবে স্ক্রীল বা নেটেলার ID ( নম্বর বা ইমেল হতে পারে ) লিখুন ।
ব্যাংক ওয়্যার ট্রান্সফারের জন্য আপনাকে প্রথমে আপনার প্রত্যাহারের জন্য ব্যাংক বেছে নিতে হবে, যাতে একটি ব্যাংক প্রোফাইল তৈরি করতে পারেন। এটা করার জন্য দয়া করে, ‘ প্রোফাইল অপশন ‘ যান এবং ‘ এড/ এডিট ’ ব্যাংক তথ্যনির্বাচন করুন ।
অনুগ্রহ করে সচেতন থাকবেন $ 30 ফি চার্জ করা হবে , যদি আপনি “এক্সপ্রেস উইথড্রল” নির্বাচন করেন।
Orbex সব ইলেকট্রনিক পেমেন্ট চার্জ পরিশোধ করবে . ব্যাংক ওয়্যার ট্রান্সফার এর ক্ষেত্রে আপনি মধ্যবর্তী ব্যাংকের কাছে ফি প্রদানে দায়বদ্ধ থাকবেন। দয়া করে নোট করুন , বিস্তারিত তথ্যের জন্য, আমাদের Deposit Funds Pageভিসিটকরুণ।
আপনি যদি উইথড্রল বাতিল করতে চান সে ক্ষেত্রেএটাসম্ভব যতদিন না পেমেন্ট প্রক্রিয়া প্রসেস হয়েছে। আপনাকে আমাদের একটি ইমেইল করতে হবে :backoffice@orbex.com, তাহলে আমরা উইথড্রল বাতিল এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টেঅর্থ ফেরত সম্পন্ন করতে পারবো ।
আপনাকে একই পদ্ধতির মাধ্যমে জমা পরিমাণ পর্যন্ত তহবিল প্রত্যাহার করার অনুমতি দেওয়া হয়। অন্য দিকে যেকোনো পরিমান মুনাফা ডিপোসিট কৃত তহবিল কভার করার পর ব্যাংক ওয়্যার ট্রান্সফার বা viaSkrillএরমাধ্যমে পাঠানো হবে ।
অ্যাকাউন্টে অর্থ জমা দানের জন্য MyOrbex,লগইন করুন এবং ডিপোসিট ফান্ডস এ যান । আমানত তালিকা থেকেFasaPay নির্বাচন করুন এবং নির্দেশ অনুসরণ করুন ।
ট্রেডিং একাউন্টে প্রদর্শিত তহবিলের জন্য আনুমানিক লেনদেনের সময় লাগবে১৫ মিনিট । আমাদের আর্থিক কর্ম দিবশ হল ০৭:০০ – ১৬:০০ GMT . Orbex ট্রান্সফার চার্জ প্রদান করবে । অনুগ্রহ করে নোট করবেন , জমাকৃত তহবিল আপনার একাউন্ট এর বেস কারেন্সিতে রূপান্তরিত করা হবে ।
*মুদ্রা রূপান্তর ফি প্রযোজ্য হতে পারে ।
অ্যাকাউন্টে অর্থ জমা দানের জন্য MyOrbex,লগইন করুন এবং ডিপোসিট ফান্ডস এ যান । আমানত তালিকা থেকেWebMoney নির্বাচন করুন এবং নির্দেশ অনুসরণ করুন ।
অ্যাকাউন্টে অর্থ জমা দানের জন্য MyOrbex,লগইন করুন এবং ডিপোসিট ফান্ডস এ যান । আমানত তালিকা থেকেAustpay নির্বাচন করুন এবং নির্দেশ অনুসরণ করুন । শুধুমাত্রচীনা মুদ্রারেন্মিন্বিChinaPayমাধ্যমে জমা দান করা যাবে ।
Netellerএকটিগ্লোবাল ই মানিব্যাগ প্রদানকারী কম্পানি
যারাপ্রথাগতওয়্যার ট্রান্সফার বা ক্রেডিট কার্ড আমানতেরবিকল্প দ্রুত এবং নিরাপদ অর্থ জমা দেয়ার সেবা প্রদান করে । সহজলভ্য অনলাইন , Netellerএকটি বোতাম ক্লিক করেদ্রুত এবং সহজ প্রক্রিয়া আপনার ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করা সম্ভব । অ্যাকাউন্টে অর্থ জমা দানের জন্যMyOrbex,লগইন করুন এবং ডিপোসিট ফান্ডস এ যান । আমানত তালিকা থেকেNetellerনির্বাচন করুন এবং নির্দেশ অনুসরণ করুন ।
আপনার ট্রেডিং একাউন্টে প্রদর্শিত তহবিলের জন্য আনুমানিক লেনদেনের সময় ১৫ মিনিট । Orbex ট্রান্সফার চার্জ প্রদান করবে । অনুগ্রহ করে নোট করবেন , জমাকৃত তহবিল আপনার একাউন্ট এর বেস কারেন্সিতে রূপান্তরিত করা হবে ।
Skrill (পূর্বে মানিবুকার্স) Orbex ক্লায়েন্ট সহজেই একটি ডেবিট / ক্রেডিট কার্ড বা সরাসরি স্ক্রীল ই ওয়ালেটে লেনদেন ব্যবহার করে তাদের ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করতে পারবেন । অ্যাকাউন্টে অর্থ জমা দানের জন্য, to MyOrbex লগইন করুন এবং ডিপোসিট ফান্ডস এ যান । আমানত তালিকা থেকে মানিবুকার্স নির্বাচন করুন এবং নির্দেশ অনুসরণ করুন ।
আপনার অ্যাকাউন্টে অর্থ জমা দানের জন্য ‘MyOrbex’ লগইন করে ‘ ডিপোসিট ফান্ড’ এ ক্লিক করুন। আমানত তালিকা থেকে ডাইরেক্ট ডেবিট / ক্রেডিট কার্ড নির্বাচন করুন এবং নির্দেশ অনুসরণ করুন ।
আপনার ট্রেডিং একাউন্টে সরাসরি তহবিল জমা দানের আগে , আপনি আপনার ক্রেডিট / ডেবিট কার্ড এর একটি স্ক্যান কালার কপি প্রদান করা আবশ্যক । নিম্নোক্ত আইটেমগুলি আপনার স্ক্যান রঙিন কপিতে পরিষ্কারভাবে দৃশ্যমান হতে হবে :
• আপনার কার্ডের নাম
• কার্ড শেষ চার সংখ্যা
• মেয়াদ
•ব্যাংকের নাম
আপনার কার্ড ইতিমধ্যে পরীক্ষিত এবং অনুমোদিত হওয়ার পর আনুমানিক লেনদেনের সময় ১৫ মিনিট।
Orbex ট্রান্সফার চার্জ প্রদান করবে । অনুগ্রহ করে নোট করবেন , জমাকৃত তহবিল আপনার একাউন্ট এর বেস কারেন্সিতে রূপান্তরিত করা হবে ।
ব্যাংক স্থানান্তর ক্ষেত্রে নিম্নলিখিত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট listথেকে একটি পছন্দ করুন।
আপনি বিভিন্ন মুদ্রায় ব্যাংক ওয়্যার ট্রান্সফার মাধ্যমে তহবিল জমা করতে পারেন । আপানার ব্যাংক দ্বারা ব্যাংকওয়্যার ট্রান্সফার গৃহীত হতে হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে , আপনার অ্যাকাউন্ট বেস কারেন্সি অনুযায়ী পরিমাণ রূপান্তরকরা যাবে ।
ক্লায়েন্ট অ্যাকাউন্ট ব্যাংকওয়্যার ট্রান্সফার মাধ্যমে আমানতের জন্য আনুমানিক সময় ১-৫কারয কার্য দিবশ। মধ্যবর্তী ব্যাংক ফি প্রযোজ্য হতে পারে ।
আপনিবিভিন্নঅর্থায়ন পদ্ধতি ব্যবহার করে তহবিল জমা করতে পারেন । যেমন ব্যাংক ট্রান্সফার, ক্রেডিট / ডেবিট কার্ড , Skrill / মানিবুকার্স , Neteller , ওয়েবমানি , ক্যাশ ইউ , FasaPayও ইউনিয়ন পে সহ যে কোন অর্থায়ন পদ্ধতি ব্যবহার করে তহবিল জমা করতে পারেন। অনুগ্রহ করে আমাদের Deposit Funds Page
অথবা MyOrbex লগইনকরুন।
Orbex সব ইলেকট্রনিক পেমেন্ট চার্জ প্রদান করবে শুধু । দয়া করে নোট করুন , লেনদেনে জড়িত ব্যাংক দ্বারা কোনো ফি বা চার্জ জন্য দায়ী হতে হবে আপনাকে । বিস্তারিত তথ্যের জন্য , অনুগ্রহ করে পরিদর্শন করুন Deposit Funds Page।
পৃষ্ঠার নীচে স্ক্রোল ডাউন করুন এবং পছন্দসই প্ল্যাটফর্ম নির্বাচন করুন । আরও সহায়তার জন্য, আপনি সবসময় আমাদের পেশাদারী সহায়ক দলের সাথে চ্যাট করতে পারবেন ।
হ্যাঁ , আপনি যা করতে পারেন – ‘প্রোফাইল অপশন’ থেকে ‘রিকোয়েসট ডেমো অ্যাকাউন্ট ‘ নির্বাচন করুন এবং ফর্ম পূরণ করুন। অ্যাকাউন্ট টি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের ডিটেলস সহ একটি স্বয়ংক্রিয় ইমেল পাবেন।
আপনি যদি একটি লাইভ অ্যাকাউন্ট সাইন আপ করতে চান অথবা একটি অতিরিক্ত লাইভ অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ‘ প্রফাইল অপশন’ সিলেক্ট করতে হবে। তারপর আপনি লাইভ অ্যাকাউন্ট আপগ্রেড অথবা একটি অতিরিক্ত অ্যাকাউন্ট অনুরোধ মধ্যে নির্বাচন করতে সক্ষম হবেন ।
আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে তহবিল প্রত্যাহার জন্য দুটি অপশন আছে – go to ‘তহবিল প্রত্যাহার’ এবং আপনি নির্বাচন করতে পারেন ‘ ব্যাংক ওয়্যার ট্রান্সফার ‘ অথবা ‘ অনলাইন পেমেন্ট গেট ওয়ে ’ । অনুগ্রহ করে সচেতন থাকবেন, ব্যাংক ওয়্যার ট্রান্সফার এর মাধ্যমে তহবিল প্রত্যাহারের পূর্বে আপনার ব্যাংক তথ্য প্রদান করার প্রয়োজন পরবে।
হ্যাঁ , আপনি অ্যাকাউন্টের মধ্যে ফ্রি মার্জিন হস্তান্তর করতে পারেন। ‘ মাই একাউন্টস ‘ মেনু থেকে , কেবল ‘অ্যাকাউন্টের মধ্যে তহবিল স্থানান্তর ‘ নির্বাচন করুন এবং প্রাপকের অ্যাকাউন্ট নিন এবং অর্থ পরিমাণ লিখুন তারপর আপনার অনুরোধ জমা দিন।
অ্যাকাউন্ট তহবিল আরম্ভ করার জন্য ‘ ডিপোজিট ফান্ড ‘ ক্লিক করুন এবং তারপর আপনার পছন্দসই পদ্ধতি নির্বাচন করুন এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ কি ভাবে জমা করতে হবে সেই নিয়ম অনুসরণ করুন।
আপনি পোর্টালের মাধ্যমে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের মুদ্রা পরিবর্তন করতে পারবেন না । কারন এই ধরনের একটি পরিবর্তন করার পর আপনার বিদ্যমান ট্রেডিং হিস্ট্রি ভুল হয়ে যেতে পারে । আপনি সহজেই একটি নতুন একাউন্টের জন্য আবেদন করতে পারেন এবং আপনার পছন্দসই মুদ্রা নির্বাচন করতে পারেন, যদি ইতিমধ্যে এই অ্যাকাউন্টে একটি বিদ্যমান ট্রেডিং ইতিহাস থাকে। আর যদি কোন প্রকার ট্রেডিং হিস্ট্রি না থাকে তবে আমাদের ইমেইল করতে পারেন : backoffice@orbex.com ট্রেডিং অ্যাকাউন্টের মুদ্রা পরিবর্তনের জন্য\
না আপনি পারবেন না । আপনাকে আমাদের ইমেইল করতে হবে : backoffice@orbex.com একটি নতুন পাসওয়ার্ড প্রদান করবে।
আপনার প্রোফাইল তথ্য আপডেট করার জন্য আপনার ক্ষমতা নির্ভর করে আপনার প্রদান করা তথ্যটির ওপর । যেমন আপনার যদি ইতিমধ্যেই একটি লাইভ একাউন্ট থাকে তবে আপনি আপনার নাম এডিট করতে পারবেন না, তবুও আপনি আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন , ব্যাক অফিস থেকে আপডেট একবার চেক এবং অনুমোদিত হলে তা আপনি দেখতে পাবেন। আর যদি শুধুমাত্র একটি ডেমো একাউন্ট থেকে থাকে , আপনি সহজেই আপনার বিবরণ আপডেট করতে পারেন ।
‘MyOrbex’ এ বেশ কিছু ফিচার রয়েছে যা হয় তো আপনার অ্যাকাউনটের ধরন অনুযায়ী প্রযোজ্য নয়। উধাহরন সরূপ আপনার যদি ডেমো অ্যাকাউন্ট থাকে তবে আপনি ফান্ড ডিপোসিট সম্পর্কিত তথ্য দেখতে পাবেন না ।আপনি সবসময় আপনার জন্য প্রযোজ্য বৈশিষ্ট্য দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টের ধরণ এবং অবস্থা পরিবর্তন সাপেক্ষে আপনার পোর্টাল অ্যাক্সেস ও পরিবর্তন হবে।
লগ ইন পেইজ এ ‘Forgot your password’ কিল্ক করুন। তারপর আপনার রেজিস্টার্ড ইমেইল আইডি লিখুন । আপনার কাছে পাসওয়ার্ড পুনরায় সেট করার নির্দেশাবলী সম্পর্কিত একটি ইমেইল পাঠানো হবে ।
MyOrbex যান এবং অ্যাক্টিভেশন প্রক্রিয়ার সময় আপনি যে রেজিস্টার্ড ইমেইল আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন তা লিখুন।
আপনার যদি একটি ডেমো অ্যাকাউন্ট অথবা লাইভ অ্যাকাউন্ট সাইন আপ করা থাকে তবে আপনি সহজেই MyOrbexএ এক্সেস পেতে পারেন । আপনার ইমেইল এ স্বয়ংক্রিয়ভাবে বিস্তারি তথ্য চলে যাবে।
MYORBEX হল আমাদের নিরাপদ ক্লায়েন্ট লগইন এলাকা। এখানে অর্থ জমা ও উত্তলোণ এবং দুটি অ্যাকাউন্ট এর মধ্যে অর্থ ট্রান্সফার করা যায়। এছারা অতিরক্ত অ্যাকাউন্ট এর জন্য আপ্লাই করা যায় । আপনি এখানে আপনার রেজিস্টার্ড ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবেন।