Forex Trading Library

নিজের সামর্থ্য থেকে বড় সাইজের ট্রেড করা থেকে দূরে থাকুন

0 397

অনেক শিক্ষানবিশ ফরেক্স ট্রেডার তাদের ফরেক্স ট্রেডিং সম্পর্কে যোগ্য না হয়ে নিজের মূলধন এর অনুপাত অনুসারে ট্রেড না করেই  বড় ভলিউম এর ট্রেড করা শুরু করে দেয়। একজন দক্ষ ট্রেডার বড় ঝুকি না নিয়ে মানি ম্যানেজমেন্ট কে মেনে আসতে আসতে তার একাউন্টকে বড় করতে থাকে। তারা তাদের একাউন্ট এ অর্থ বাড়তে থাকলে সেই অনুসারে ট্রেডের ভলিউম বাড়াতে থাকে। মুলত এই টা মাথায় রাখতে হবে যে সেই পরিমান অর্থ একাউন্ট এ আছে সেটার অনুপাত অনুসারে ট্রেডের ভলিউম ঠিক করা হচ্ছে কি না।

Leave A Reply

Your email address will not be published.