Forex Trading Library

জিডিপি রিপোর্ট কি এবং ফরেক্স মার্কেটে এর প্রভাব কি(১ম অংশ)

0 425

জিডিপি অথবা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কোন দেশের কোন নির্দিষ্ট সময়ের জন্য দ্রব্য এবং সেবার মুল্য। অন্যভাবে বলা যায়, জিডিপি কোন দেশের অর্থনীতির উন্নতি কত হচ্ছে সেটা বের করতে সাহায্য করে এবং ইকোনোমির উন্নতি এবং স্বাস্থ্য প্রকাশ করে।

কোন দেশের অনেক ম্যাক্রোইকোনোমিক ইন্ডিকেটর এর মধ্যে একটি যেটা কোন দেশের অবস্থান বা উন্নতি হিসাব করতে ব্যাবহার করা হয়। ফরেক্স মার্কেটে জিডিপি রিপোর্ট বের হয় যেখানে কোন নির্দিষ্ট সময়ের জন্য জিডিপি কত ছিল সেটা দেখানো হয়। কিছু পরিচিত জিডিপি রিপোর্ট হলঃ

  • জিডিপি এম/এম অথবা মাসের পরে মাসঃ এই রিপোর্ট গত মাসের জিডিপি রিপোর্ট এর সাথে তুলনা করা হয়
  • জিডিপি কিউ/কিউ অথবা কোয়ার্টারের পরে কোয়ারটারঃ এই রিপোর্ট গত কোয়ার্টার এর জিডিপি রিপোর্ট এর সাথে তুলনা করা হয়
  • জিডিপি ওয়াই/ ওয়াই অথবা বছরের পরে বছরঃ এই রিপোর্ট গত বছরের জিডিপি রিপোর্ট এর সাথে তুলনা করা হয়

বেশিরভাগ জিডিপি রিপোর্ট মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয় যেটা মাসের পরে মাস এর জিটিপি এর ক্ষেত্রে। কোয়ারটারলি জিডিপি যে কোন কোয়ার্টার এর শেষে প্রকাশ করা হয়। কোয়ার্টারলি জিডিপি আবার ৩ বার পুনরাবৃত্তি করা হয়ঃ

  • কোয়ার্টারলি জিডিপি প্রাথমিক ধারনা
  • কোয়ার্টারলি জিডিপি দ্বিতীয় ধারনা
  • কোয়ার্টারলি জিডিপি তৃতীয় ধারনা

সাধারনত, প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টার এর জিডিপি এর মধ্যে যে পুনরাবৃত্তি হয় সেটা অনেক বেশি হয়ে থাকে এবং গুরুত্তপুরন হয়ে থাকে। তৃতীয় পুররাব্রিত্তি খুব কম হয়ে থাকে এবং এইখানে পরিবর্তন অনেক কম হয়। এছাড়া, তৃতীয় জিডিপি পুরাব্রিত্তি এর সময় মার্কেট এর ইকোনোমি অনেক ভালো থাকে।

Leave A Reply

Your email address will not be published.