Forex Trading Library

ECN Forex Trading Explained 2016-02-04

0 854

ট্রেড এক্সিকিউশন সাধারণত বেশিরভাগ ট্রেডারদের তেমন একটা মাথা ঘামানোর ব্যাপার ছিলনা, মুলত রিটেইল ট্রেডারদের। কিন্তু গত কয়েক বছরের মার্কেটের অস্থির আচরণের কারনে এখন ট্রেডাররা ট্রেড এক্সিকিউশন নিয়ে অনেকটা ঝুকে পরেছে এবং জানার আগ্রহ বেড়েছে কিভাবে ফরেক্স ব্রোকাররা তাদের ট্রেড এক্সিকিউট করে থাকে।

মুলত নজর কাঁড়ে গত বছরের (২০১৫) সুইস ফ্রেঙ্ক এর অস্থিরতা যা অনেককেই একদিনে কোটিপতি আর একদিনে অনেকের কষ্টের টাকা সাবাড় করেছে। এই ঘটনার কারনে অনেক নামি দামি ফরেক্স ব্রোকারেরও টনক নড়ে। ২০১৫ সালের এই সুইস ফ্রেঙ্ক এর ঘটনার পর ট্রেডাররা এখন ট্রেড এক্সিকিউশন নিয়ে অনেকটা আগ্রহী হয়ে পরে এবং যার দরুন ECN/STP ব্রোকারের উপরে সবার নজর পরে।

কিন্তু ECN ব্রোকার আসলে কি জিনিষ? এই আর্টিকেলে ECN কি এবং তারা কিভাবে ট্রেড এক্সিকিউট করে তা নিয়ে আলোচনা করবো।

ECN FOREX TRADING – THE NETWORK

ECN মানে হচ্ছে Electronic Communications Network। এটি কোন ইন্ট্রানেট বা এক্সট্রানেট নয় বরং এটি ফরেক্স ব্রোকাররা বোঝায় তাদের ট্রেড এক্সিকিঊট করে তাদের লিকুইডিটি প্রোভাইডাররা। ECN ব্রোকাররা মুলত মধ্যস্থ জন হিসেবে কাজ করে তাদের লিকুইডিটি প্রভাইডার যেমন ব্যাংক এবং বড় সংস্থা এবং রিটেইল ট্রেডিং কমিউনিটি এর মধ্যে। যে সকল ট্রেড দেওয়া হয় তা সরাসরি লিকুইডিটি প্রোভাইডারের নিকট পৌঁছানো হয় এবং অর্ডার মিলানো হয়, অর্ডার মিলে গেলে তারপর ট্রেড এক্সিকিউট হয়। যদিও এই সব কাজ এতো তাড়াতাড়ি হয় যে আমাদের চোখে ধরা পরে না।

ECN ব্রোকার এর সাথে ট্রেডারদের জানা উচিৎ যে তারা এক বা তার অধিক বিরাট সংস্থাদের বিপরীতে ট্রেড করছে। ব্রোকার এখানে কোন রকম হস্তক্ষেপ করে না বরং তারা শুধু রিটেইল ট্রেডারদের অর্ডারগুলো এগিয়ে দেয়। যদিওবা, এই কাজ ব্রোকাররা করে সামান্য ফি এর বিনিময়ে, যা অনেক সময় প্রতি ট্রেডের কমিশন অথবা প্রতি অর্ডারে পিপ্স এর সাথে কিছু মার্ক-আপ দিয়ে।

ECN FOREX Trading VS Market Making

তাহলে এখন পর্যন্ত হয়ত ECN এর ব্যাপারে কিছুটা বুঝা গেল, আসলে ফরেক্স ব্রোকার হিসেবে খুব সহজ ব্যাবসা হলো ECN FOREX Trading। অন্যদিকে যেমন মার্কেট মেকিং মডেল যেখানে ট্রেডারদের অর্ডার ব্রোকারে এক্সেপ্ট করা হয় এবং তার মধ্যে স্বার্থের একটি দন্ধ দেখা যায় কাস্টমার এবং ব্রোকারের মধ্যে। যখন কাস্টমার হারে তখন ব্রোকার জিতে যায় এবং যখন কাস্টমার জিতে তখন ব্রোকার হারে। (যদিও এটা সবসময় করা হয় না মাঝেমাঝে ভিন্নতাও দেখা যায়)।

যদিওবা এখানে মার্কেট মেকারের ব্যাপারে বোঝার ব্যাপার হলো এখানে অনেক বেশি চান্স থাকবে আপনার অর্ডার আপনি যে দামে চান তাতে এক্সেপ্ট হয়ে যাওয়ার, অন্যদিকে যেখানে ECN এর সময় যদি আপনার বিপরীত জন যদি আপনার বিড মেনে না নেয় তবে আপনি যে প্রাইসে চেয়েছেন তা পাবেন না। অন্যভাবে দেখতে গেলে, ECN আপনার অর্ডার অনেক তাড়াতাড়ি এক্সিকিউট করবে তা ঠিক আছে তবে অনেকসময় দেখা যায় অর্ডার অপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

এবং এই জিনিষটাই গতবার SNB এর ঘটনার সময় হয়, যখন সুইস ন্যাশনাল ব্যাংক EURCHF এর ১.২০ এর জমিন ছেড়ে দেয় তখন ১.২০ এর নিচে কোন অর্ডার ছিল না এবং ট্রেডারদের ট্রেড তখনও বিদ্যমান ছিল যার কারনে অনেকে স্টপলস দেওয়া সত্তেও তারা তাদের পুঁজিকে ঠেকাতে পারেনি। অন্যদিকে মার্কেট মেকাররা এই ব্যাপারটাকে খুব ভালোভাবে সামলে নিয়েছিল কারন তাদের অর্ডার রুট ছিল ভিন্ন।

ECN FOREX TRADING – Is it Good or Bad?

এই প্রশ্নের কোন সঠিক উত্তর নেই এবং গুরুত্বপূর্ণ হল এটি প্রত্যেক ট্রেডারদের মধ্যে নড়চড় হয়। যদিও এটা বলা যায়, যারা খুব তাড়াতাড়ি এবং বড় ট্রেড করেন তাদের জন্য ECN ভালো কারন বড় মুল্যের জন্য কমিশন এবং স্প্রেড অনেকটা কমানো যায় ECN ব্রোকারে। অন্যাদিকে যারা মাঝে মাঝে ট্রেড করে থাকেন এবং মার্কেটের আগাম বড় ঝুকির ব্যাপারে তোয়াক্কা করেন না তাদের জন্য মার্কেট মেকার ভালো ফল এনে দিতে পারবে। মার্কেট মেকার বলতেই যে ব্রোকার খারাপ এই কথাটা শুধু যারা এখনো এই মার্কেটের ব্যাপারে অজ্ঞ শুধু তারাই বলবে এছাড়া বিজ্ঞ ট্রেডাররা বলবে না।

Leave A Reply

Your email address will not be published.